বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার যেন নিজেরা নিজেদের ব্যর্থতার কারণ না হয় সেদিকে খেয়াল রাখাতে হবে।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘এই অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে এবং বিদেশ থেকে নানা উসকানিতেও জনগণ অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তী সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘সংস্কারের পথ ধরে নির্বাচনী রোডম্যাপে উঠবে বাংলাদেশ। তবে এ সরকার যেন পথ হারিয়ে না ফেলে সেদিকে খেয়াল রাখতে হবে।’
গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশে মাফিয়া শাসন কায়েম করেছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। তিনি বলেন, ‘বিচার বিভাগসহ প্রতিটি প্রতিষ্ঠানে ফ্যাসিবাদ কায়েম করেছে তারা। পতিত স্বৈরাচার পলায়ন করলেও তাদের দোসররা এখনো রয়ে গেছে।’
তারেক রহমান বলেন, ‘নির্বাচন কমিশন ও প্রশাসন এমনভাবে সংস্কার করতে হবে যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়।’