নিজস্ব প্রতিবেদক : গাজীপুরসহ সারা দেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সরকার যৌথ বাহিনীর সমন্বয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা শুরু করেছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য আহ্বায়ক মো. সারজিস আলম।
৯ ফেব্রুয়ারি, রবিবার তার পোস্টে সারজিস আলম জানান, “গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে ১৩ থানায় মোট ৮৫ জনকে আটক করা হয়েছে। অভিযানে এখন পর্যন্ত ৮৫ জন আটক হয়েছেন এবং অভিযানে তৎপরতা অব্যাহত রয়েছে।”
এছাড়া, তার পোস্টের মন্তব্যে সারজিস উল্লেখ করেন, ‘অপারেশন ডেভিল হান্ট’-এ শেখ হাসিনার দোসর হিসেবে পরিচিত ডিআইজি মোল্লা নজরুল, এসপি মান্নান, এসপি হাসনাত এবং এসপি আসাদুজ্জামান গ্রেপ্তার হয়েছেন।
এই অভিযানে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্য নিয়ে অভিযান চলমান রয়েছে।