নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ চলাকালে কেবল শয়তানদেরই লক্ষ্য করা হবে, এবং এর আওতায় নির্দোষ মানুষ ভোগান্তির শিকার হবে না। রাজশাহীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, অপারেশন চলানোর জন্য একাধিক কমিটি কাজ করছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। তিনি নিশ্চিত করেন যে, অভিযানে রাঘববোয়াল থেকে শুরু করে ছোটখাটো অপরাধী কেউই ছাড় পাবে না। ‘ডেভিল’ অর্থাৎ যারা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে, তারা যেন শাস্তি পায়, সে জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘অপারেশন চলবে যতদিন না সমাজ ডেভিলমুক্ত হয়।’ একই সঙ্গে, তিনি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ভুল প্রমাণিত হলে তাদেরও শাস্তি প্রদান করা হবে বলে উল্লেখ করেন।
স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও তিনি কথা বলেন এবং রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখার জন্য সরকারের পদক্ষেপের কথা জানান।
এছাড়া, তিনি দেশের সার পরিস্থিতি নিয়ে বলেন, ‘দেশে সারের কোনো সংকট নেই। কিছু ডিলার কৃত্রিম সংকট তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ভারতীয় আগ্রাসনের বিষয়েও তিনি মন্তব্য করেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তারা প্রশাসনের পাশে থেকে সাহসিকতার সঙ্গে কাজ করেছে।’ তবে, তিনি সবাইকে সতর্ক করে দেন যে, আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।