প্যারিস অলিম্পিকে পদকপ্রাপ্ত ফরাসি খেলোয়ারদের ঝাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মাননা দিয়েছে ফ্রান্স সরকার। প্যারিসের আর্ক দু থ্রিয়ম্পে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন প্যারিস শহরের মেয়র এবং সরকারের মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফ্রান্সের হয়ে যেসকল খেলোয়াড়রা অলিম্পিক গেমসে পদক জয় করেছেন তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয় এই অনুষ্ঠানে। নিজ দেশের খেলোয়াড়দের মনোবল বৃদ্ধিতে ব্যতিক্রমী এই আয়োজনে উপস্থিত ছিলেন রাষ্ট্র প্রধান।
বিতর্ক-সমালোচনার মধ্য দিয়ে শুরু হয়েছিল প্যারিস অলিম্পিক শুরু হয় চলতি বছরে ২৬ জুলাই। পদক জয়ের লড়াইয়ে অংশ নিয়েছে ২০৬টি দেশ ১০ হাজার ৭১৪ জন অ্যাথলেট। ১০০ বছর পর নিজেদের দেশে অলিম্পিক আয়োজন সফলভাবেই শেষ করেছে ফ্রান্স।
অলেম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে আগের দিন দ্রুত গতির রেল নেটওয়ার্কে হামলা করে দুর্বৃত্তরা। এ কারণে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেনি আটলাখের বেশি দর্শনার্থী।