আন্তর্জাতিক ট্রাইব্যুনালে উত্তরায় গুলিতে শিক্ষার্থী সাব্বির নিহত হওয়ার ঘটনায় তার বাবা অভিযোগ দায়ের করেছেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করে নিহত সাব্বিরের বাবা জানান, ১৯ জুলাই পুলিশ গুলি করে হত্যা করে তার ছেলেকে। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, আইনমন্ত্রী আনিসুল হকসহ অনেকের নামে অভিযোগ দায়ের করেন।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরা, আশুলিয়ার শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনাগুলো অগ্রাধিকার পাবে। সেইসাথে আবু সাঈদের মতো আলোচিত ঘটনাগুলোকেও গুরুত্ব দেয়া হবে।