‘আমি তো দেশের ক্ষতি করিনাই, আমি থানায় কেন?’

রিপোর্টার :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৭ সাংবাদটি পড়া হয়েছে

জনপ্রিয় নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে গুলশান থেকে রাফাত মজুমদার রিংকুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে রিংকুর চাচা শিমুল গণমাধ্যমকে জানান, রাজনৈতিক মামলায় রিংকুকে গ্রেফতার দেখানো হয়েছে। রিংকু মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলো। মূলত সেই সূত্রে শত্রুতা করে কেউ ধরায়ে দিয়েছে।

রিংকুকে আটকের খবর পেয়ে অভিনেতা আশরাফুল আলম ভোর ৫টার দিকে ছুটে যান গুলশান থানায়। সেখানে গিয়ে কথা বলেন রিংকুর সঙ্গে। আশরাফুল আলম এ প্রসঙ্গে বলেন, ‘মানসিকভাবে সে (রিংকু) যথেষ্ট শক্ত আছে। কিন্তু বার বার বলছিল, ‘আমিতো দেশের কিংবা ব্যক্তিগতভাবে কারও কোনও ক্ষতি করিনাই। এমনকি ছাত্র আন্দোলনের বিপক্ষে একটি কথাও বলিনাই। তাহলে আমি এখানে কেন?’ কথাগুলো বলার সময় সে নিজের আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করছিল কিন্তু পারেনি। খুব কষ্ট হচ্ছে একজন ডিরেক্টরকে এভাবে দেখে।’’

এদিকে রিংকুর গ্রেফতারে সকাল থেকেই ফুঁসে উঠেছে নাট্যাঙ্গন। ফেসবুকে প্রতিবাদ জানাচ্ছে প্রায় সর্বস্তরের নির্মাতা, শিল্পী, কলাকুশলীরা।

শতাধিক নাটকের নির্মিতা রিংকুর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- ‘রঙিন আশা’, ‘পুতুলের সংসার’, ‘ইতিবৃত্ত’, ‘নরসুন্দরী’, ‘কবর’, ‘বন্ধন’, ‘ব্লগার মিতু’, ‘জাল’, ‘রূপান্তর’, ‘কাটুস’, ‘অতিরিক্ত’, ‘নোঙ্গর’, ‘রিকশা গার্ল’ প্রভৃতি।

এরমধ্যে চলতি বছর ‘রূপান্তর’ নাটক নির্মাণ করে প্রচুর হুমকির মুখে পড়েন রিংকু। অভিযোগ, এই নাটকের মাধ্যমে সংশ্লিষ্টরা দেশে ‘ট্রান্সজেন্ডার সংস্কৃতি’ প্রমোট করছে। এরপর নাটকটি অন্তর্জাল থেকে সরিয়ে নেওয়া হয়। নির্মাতা প্রকাশ করেছেন দুঃখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যরা যা পছন্দ করছে
© All rights reserved © 2024 bdnews24us.com