সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ছোট পর্দার অন্যতম ব্যস্ত অভনেত্রী তিনি। ইন্দুবালা সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কেয়ার। কিন্তু পরবর্তীতে নাটকেই মনোনিবেশ করেন এই সুন্দরী। বর্তমানে ওটিটিতে আগ্রহী শিল্পীরা। তবে কেয়া পায়েলকে ওটিটি দেখা যায়নি। তবে বসে নেই তিনি। চলতি বছরই ওটিটিতে পা রাখছেন বলে জানিয়েছেন কেয়া।
এরই মধ্যে একটি ওয়েব সিরিজ ও ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ওটিটিতে কাজের প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, এই মুহূর্তে পরিচালক বা প্ল্যাটফরমের নাম বলতে চাই না, নিষেধ আছে। তবে আমার ভক্তরা প্রায়ই জানতে চায়, কবে ওটিটিতে কাজ করব। তাদের নিশ্চিত করে বলতে চাই, এ বছরই আমাকে ওটিটিতে পাবে। ভালো দুটি কাজ নিয়েই হাজির হব ওটিটিতে। এদিকে ছাত্র আন্দোলনের আগে থেকেই অভিনয় থেকে বিরতিতে ছিলেন কেয়া পায়েল। নিজে বিউটি পার্লার চালু করবেন বলে জানিয়েছিলেন।