ইউক্রেনের অস্ত্রপ্রধানসহ ৪ মন্ত্রীর পদত্যাগ

রিপোর্টার :
  • আপডেট সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ সাংবাদটি পড়া হয়েছে
পদত্যাগ করেছেন অস্ত্র উৎপাদনের দায়িত্বে থাকা ইউক্রেনের এক মন্ত্রী। একইসঙ্গে, দেশটির অন্য আরো চারমন্ত্রী পদত্যাগ করেছেন। পদত্যাগের ফলে অস্ত্র উৎপাদনের দায়িত্বে থাকা কৌশলগত শিল্পবিষয়ক মন্ত্রীসহ সরকারের শীর্ষস্থানীয় কিছু পদ শূন্য রয়েছে।   বিবিসির প্রতিবেদনে জানায়, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ইউক্রেনে অস্ত্র উৎপাদনের দায়িত্বে থাকা কৌশলগত শিল্পবিষয়ক মন্ত্রী পদত্যাগ করেছেন।

প্রতিরক্ষা খাতের অন্য কোনো ভূমিকায় তাকে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।  পদত্যাগের তালিকায় রয়েছেন, কৌশলগত শিল্পমন্ত্রী (অস্ত্রপ্রধান) ওলেকসান্দর কামিসিন, বিচারমন্ত্রী ডেনিস মালিউসকা, পরিবেশ সুরক্ষামন্ত্রী রুসলান স্ট্রিলেটস, উপপ্রধানমন্ত্রী ওলহা স্টিফানিশাইনা ও ইরিনা ভেরেশচুক। এছাড়া, পদত্যাগ করেছেন ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পদ তহবিলের প্রধান ভিটালি কোভাল। এর আগে, চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনের মন্ত্রিপরিষদের কয়েক সদস্যকে বরখাস্ত করা হয়েছিল। এর ওপর নতুন করে পাঁচজন মন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে দেশটির মন্ত্রিপরিষদের এক-তৃতীয়াংশ পদ খালি হয়ে গেছে।
ক্ষমতাসীন সার্ভেন্ট অফ দ্য পিপল পার্টির সংসদীয় নেতা ডেভিড আরাখামিয়া বলেছেন, ‘এই সপ্তাহে একটি বড় সরকারি পরিবর্তন হতে পারে। মন্ত্রীসভার কর্মীদের ৫০ শতাংশর বেশি পরিবর্তন করা হবে।’ তিনি আরো বলেন, ‘আগামীকালও আমাদের জন্য বরখাস্তের দিন হবে এবং তার পরের দিন হবে অ্যাপয়েন্টমেন্টের দিন।  এদিকে রাতে নিজের ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন অবয়বে গঠন করা উচিত যাতে ইউক্রেন আমাদের প্রয়োজনীয় সমস্ত ফলাফল অর্জন করতে পারে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যরা যা পছন্দ করছে
© All rights reserved © 2024 bdnews24us.com