এক দফা দাবিতে নার্সদের মানববন্ধন

রিপোর্টার :
  • আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ সাংবাদটি পড়া হয়েছে

এক দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে নার্সিং সংস্কার পরিষদ। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে তারা এই মানববন্ধন করেন। নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ও দক্ষ নার্সদের পদায়নের এক দফা দাবি নিয়ে মূলত তারা এ মানববন্ধন করেন।

নার্সরা বলেন, আমরা চাকরির শুরুতে সিনিয়র স্টাফ নার্স হিসেবে জয়েন করি এবং একই পদ নিয়েই অবসরে যাই। আমাদের কোনো পদায়ন হয় না। এ ছাড়া পদে পদে আরও নানা ধরনের বৈষম্যের শিকার হই। তারা আরও বলেন, আমরা ঈদ কিংবা কোরবানির সময়ে ছুটি না কাটিয়ে মানুষকে সেবা দেই, অথচ আমাদের সঙ্গে কত বৈষম্য। তাই আমরা এক দফা দাবি নিয়ে আজকে দাঁড়িয়েছি। এদিকে ঢাকা মেডিকেলের সামনেও মানববন্ধনের উদ্দেশ্যে নার্সদের জমায়েত হতে দেখা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে যাত্রী অধিকার আন্দোলনের আহ্বায়ক কেফায়েত শাকিল ও যুগ্ম আহ্বায়ক অন্তু মুজাহিদ জানান, স্বৈরাচার পতনের মাধ্যমে দেশের বিভিন্ন সেক্টরে সংস্কার হলেও গণপরিবহন এখনো স্বৈরাচারী কায়দায় চলছে। এখনো প্রতিমুহূর্তে গণপরিবহনে যাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে, গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও। তাই জনতার সমর্থিত অন্তর্বর্তী সরকারকে বিশেষ নজর দিয়ে গণপরিবহনকে জনবান্ধব করার দাবি জানিয়েছে যাত্রী অধিকার আন্দোলন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যরা যা পছন্দ করছে
© All rights reserved © 2024 bdnews24us.com