বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প জানিয়েছেন, সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান তাকে জানিয়েছেন যে, চোখের সমস্যা নিয়ে এখন আর চিন্তিত নন তিনি।
বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প জানিয়েছেন, সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান তাকে জানিয়েছেন যে, চোখের সমস্যা নিয়ে এখন আর চিন্তিত নন তিনি। সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানে সারের হয়ে সমারসেটের বিপক্ষে ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব। ৯-১৯৩ উইকেট দখল করেন তিনি, যার মধ্যে দ্বিতীয় ইনিংসে ছিল ৫-৯৬। সারের হয়ে ওই ম্যাচে তিনিই ছিলেন সেরা পারফর্মার।
তবে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি, যা ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ক্রিকেট মহলে কিছুটা উদ্বেগ তৈরি করেছে। প্রথম ইনিংসে ২৪ বলে মাত্র ১২ রান করে এবং দ্বিতীয় ইনিংসে পাঁচ বলে কোনো রান না করে শূন্য রানে ফেরেন তিনি। গত বছর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ব্যাট হাতে অস্বস্তিতে ভুগছিলেন ৩৭ বছর বয়সী সাকিব। চোখের একটি সমস্যার কারণে তার দৃষ্টিতে অস্বস্তি হচ্ছিল।
‘সমস্যাটি শুরুতে যখন হয়েছিল, তখন এটা তার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে, সাম্প্রতিক সময়ে, সে এটার সঙ্গে মানিয়ে নিয়েছে এবং পরিস্থিতি সামলেছে। সাকিব আমাকে জানিয়েছে যে, চোখের সমস্যা নিয়ে এখন আর কোন সমস্যা নেই,’ সাকিবের শারীরিক অবস্থা সম্পর্কে এক প্রশ্নের উত্তরে এ কথাগুলো বলেন হেম্প।
‘এই মুহূর্তে, আমার মনে হয় সে আগের চেয়ে ভালো আছে। সে কিভাবে বলকে আঘাত করছে এবং কি পজিশনে গিয়ে খেলছে, সেদিক থেকে বলা যায়, বিশ্বকাপের চেয়ে এখন সে অনেক ভালো অবস্থানে আছে। সে সত্যিই কঠোর পরিশ্রম করে যাচ্ছে।’
‘আমি যুক্তরাজ্যে তার ব্যাটিং দেখিনি, তাই সে সম্পর্কে কোন মন্তব্য করতে পারছি না। তবে পাকিস্তানে যেভাবে অনুশীলন করেছে, তা দেখে বলতে পারি সে ভালো পজিশনে গিয়ে বলকে সুন্দরভাবে আঘাত করছে,’ যোগ করেন হেম্প। ভারত সিরিজের জন্য পাকিস্তান থেকে সরাসরি ইংল্যান্ডে যান সাকিব।