খারাপ সময়ে সুখবর ইধিকার

রিপোর্টার :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৬১ সাংবাদটি পড়া হয়েছে

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা হওয়ার সুবাদে ইধিকা পাল দারুণ পরিচিতি পান বাংলাদেশে। কলকাতার এই অভিনেত্রী শাকিব খানের সাথে সফল জুটি রচনার মাধ্যমে একটি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এবং এই সিনেমার মাধ্যমেই তার চলচ্চিত্রে অভিষেক হয়েছে। শুধু তাই নয় বাংলাদেশে ‘কবি’ নামের আরেকটি সিনেমায় শরিফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি কলকাতায় তার ‘বহুরূপ’ নামের সিনেমাটির শুটিং বন্ধ হয়ে গিয়েছে। সিনেমাটিতে ইধিবার কো-আর্টিস্ট হয়েছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। জানা যায় কাজ শুরুর পর থেকেই বিভিন্ন খরচ নিয়ে বকেয়ার মুখে পড়ে সিনেমা টিম। তাই আপাতত শুটিং বন্ধ আছে। কবে থেকে আবার কাজ শুরু হবে-সেই দিন, তারিখও নিশ্চিত করে বলতে পারছেন না সিনেসংশ্লিষ্টরা।

কলকাতায় ইধিকার কাজ অনিশ্চয়তার মুখে পড়লেও শাকিব খানের আগামী সিনেমা ‘বরবাদে’ ঢালিউড কিংয়ের সাথে জুটি বেঁধে পর্দায় আসছেন আবারো এই অভিনেত্রী। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার শুটিংও শিগগিরই শুরু হতে যাচ্ছে। জানা গেছে, সেপ্টেম্বর থেকে ভারতের রামুজি ফিল্ম সিটিতে শুরু হবে সিনেমার শুটিং। শাকিব-ইধিকা ছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর।

বিরাট বাজেটের এই সিনেমার ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে। এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা। সিনেমাটির দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ে রবি বর্মা। চব্বিশের আন্দোলনের পর ভারত-বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন ও দুই দেশের শিল্পীদের কাজ করা নিয়ে সংকটকালীন সময়ে ইধিকা পাল বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে বদলে গেল আমার চেনা বাংলাদেশ। ‘প্রিয়তমা’ সিনেমার শুটিংয়ের জন্য যখন বাংলাদেশে ছিলাম তাদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে যেতাম। ঈদের মধ্যে সিনেমাটা যখন মুক্তি পেল, প্রিমিয়ারে গিয়েছিলাম। দর্শকদের উন্মাদনা দেখে আনন্দে চোখে পানি চলে এসেছিল। বাংলাদেশের মানুষের হৃদয় খুব উষ্ণ! এত ভালোবাসা জমে আছে পড়শি দেশের হৃদয়ে সামনা সামনি না দেখলে বুঝতেই পারতাম না।’

রাজনৈতিক পটভূমি পরিবর্তনের ধারাবাহিকতায় অনেকেই ভেবেছিলেন শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার নায়িকা ইধিকা পাল না হয়ে অন্য কেউ হবেন। কেউ কেউ অন্য নায়িকার প্রস্তাবনাও করেন। কিন্তু অবশেষে সিনেমাটির নায়িকা হিসেবে ইধিকা পালের নাম-ই বলবৎ থাকায় ইধিকা পাল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘শাকিব খানের সাথে কাজ করতে পারাটা আমার জন্য খুব আনন্দের। ‘বরবাদ’ সিনেমা নিয়ে এই অভিনেত্রী আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আরো একটি ভালো সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যরা যা পছন্দ করছে
© All rights reserved © 2024 bdnews24us.com