জাতীয় সংগীত ও সংবিধান নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান সিপিবির

রিপোর্টার :
  • আপডেট সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ সাংবাদটি পড়া হয়েছে

মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত ও সংবিধানের মূল ভিত্তির ওপর আঘাতকারীদের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বুধবার (৪ সেপ্টেম্বর) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিবৃতিতে মহান মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানের মূল ভিত্তির ওপর আঘাতকারীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, যাদের প্রশ্রয়ে এরা দুঃসাহস দেখাচ্ছে জাতি তাদের ক্ষমা করবে না।

বিবৃতিতে বলা হয়, আমাদের মূল সংবিধানের কোনো কোনো ক্ষেত্রে নেতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে এবং শুরুতে কতক অসম্পূর্ণতাও রয়েছে- এ কথাও আমরা অনেকদিন ধরে বলে এসেছি। এই অসম্পূর্ণতা সম্পূর্ণ করা ও নেতিবাচক পরিবর্তনগুলি দূর করার কাজেও হাত দিতে হবে উল্লেখ করে বলা হয়, তবে অবশ্যই সংবিধানের মূল ভিত্তি ঠিক রেখেই।

বিবৃতিতে আরও বলা হয়, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, অগগতান্ত্রিক কালা কানুন বাতিল, ক্ষমতার কেন্দ্রীভূত দূর করে ভারসাম্য ফিরিয়ে আনা, বিভিন্ন সময়ে সংবিধান সংশোধনীতে যেসব নতুন স্বৈরাচারী উপাদান সংযোজিত হয়েছে তা বাতিল, জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা বিধানের বিষয়সমূহ সন্নিবেশিত করেই আদি সংবিধানের নেতিবাচক পরিবর্তন ও অসম্পূর্ণতা দূর করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা ক্ষোভের সাথে লক্ষ্য করছি অনেকে সংবিধানের বিরোধিতা করতে যেয়ে প্রকারান্তরে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বিরোধিতায় নেমেছেন উল্লেখ করে দলটি বিবৃতিতে বলে, এই অপশক্তিকে দেশবাসী গ্রহণ করবে না। এদিকে বিবৃতিতে বলা হয়, জুলাই-আগস্টে ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট শাসকদের পরাভূত করা হয়েছে, অন্য কোনো স্বৈরাচারী এবং ফ্যাসিস্টের ছায়ায় কেউ যদি মুক্তিযুদ্ধের বিরোধিতায় নামে দেশবাসী তাদেরকে প্রতিহত করবে।

দেশবাসীকে বিশেষ করে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সাধারণ ছাত্র-জনতাকে এসব অপশক্তি সম্পর্কে সজাগ থেকে এদের প্রতিহত করার আহ্বান জানিয়ে দলটির বিবৃতি শেষ করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যরা যা পছন্দ করছে
© All rights reserved © 2024 bdnews24us.com