m04

টঙ্গীতে বাটা সু কোম্পানি শ্রমিকদের বিক্ষোভ

চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধিসহ আট দফা দাবিতে টঙ্গীতে বাটা সু কোম্পানি বাংলাদেশ লিমিটেডে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থান নিয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। রোববার সকাল থেকে অস্থায়ী শ্রমিকরা আন্দোলন করলেও আজ স্থায়ী ও অস্থায়ী শ্রমিকরা যৌথভাবে আন্দোলনে অংশগ্রহণ করেন।

শ্রমিকরা জানায়, চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, পারিবারিক চিকিৎসা সুবিধা বৃদ্ধিসহ আট দফা দাবি নিয়ে আন্দোলন করছেন তারা। দাবি আদায় করার পর কাজে যোগ দেবেন বলেও জানান। এদিকে শ্রমিক বিক্ষোভে মহাসড়কের পশ্চিম অংশে থেমে থেমে যানবাহন চলতে দেখা গেছে। এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন এলাকায় সড়কের পাশে আন্দোলন করছে। গাজীপুর ট্রাফিকের উপপুলিশ কমিশনার অশোক কুমার বর্মণ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এসব আন্দোলনে কিছুদিন ধরেই মহাসড়কে যানচলাচলে অচলাবস্থা দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top