ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি বন্ধের সিদ্ধান্ত,ছাত্র-শিক্ষক-কর্মচারী সবার জন্যই সিদ্ধান্তটি প্রযোজ্য
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধ থাকবে।
শুধু ছাত্ররা নয় শিক্ষক-কর্মচারীরাও দলীয় রাজনীতি করতে পারবেন না।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবু হোসেন মুহম্মদ আহসান।
পরবর্তীতে একটি কমিটি করে সবার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তার আগ পর্যন্ত দলীয় রাজনীতি বন্ধ থাকবে, বলে জানান অধ্যাপক আহসান।
দীর্ঘদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি থাকবে কি না এ প্রশ্নে জোর আলোচনা চলছিল।