বলিউডে সবার ওপরে শাহরুখ খান

রিপোর্টার :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ সাংবাদটি পড়া হয়েছে

বলিউড বাদশাহ শাহরুখ খান। সময়টি একবারেই ভালো যাচ্ছিল না তার। একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হতে থাকে। এরপর ২০২৩ সালটি তিনি নিজের করে নিতে সে বছরের শুরুতেই মুক্তি দেন ‘পাঠান’ সিনেমা। এরপর একই বছর মুক্তি পায় তার আরও দুটি সিনেমা। যেগুলো বলিউড বক্স অফিসে তাণ্ডব চালাতে থাকে। এরপর ৩টির মধ্যে দুটিই আয়ের দিক থেকে হাজার কোটি রুপি ঘরে তোলে। যার কারণে ২০২৪ সালে ৯২ কোটি রুপি কর দিয়ে বলিউডের সর্বোচ্চ কর দাতা হিসেবে নাম লিখিয়েছেন তিনি। খবর : ইন্ডিয়া টুডে বিশাল অঙ্ক কর দিয়ে শাহরুখ পেছনে ফেলেছেন অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, সালমন খান, বিরাট কোহলিদের।

২০২২ সালে বিনোদন জগতের সবোর্চ্চ করদাতা ছিলেন অক্ষয় কুমার। এবার তাকে ছাপিয়ে গেলেন শাহরুখ। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণী তারকা বিজয় থালাপতি। ২০২৪ সালে ৮০ কোটি রুপি কর দিয়েছেন তিনি। সিনেমা, বিজ্ঞাপন সব মিলিয়ে তিনিই দ্বিতীয় তারকা যিনি সব থেকে বেশি কর দিয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন সালমন খান। তিনি ৭৫ কোটি রুপি, চতুর্থ স্থানে অমিতাভ বচ্চন৭১ কোটি রুপি ও ৬৬ কোটি রুপি কর দিয়ে পঞ্চম স্থানে বিরাট কোহলির।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যরা যা পছন্দ করছে
© All rights reserved © 2024 bdnews24us.com