শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে বাংলাদেশের একাদশ ঘোষণা নাহিদ ইসলামের পদত্যাগ: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ঘোষণা আসছে আজ দুই ম্যাচ হেরেও সেমিফাইনালের স্বপ্নে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় কামনা করছে পাকিস্তান সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি: সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণে পরিবর্তন নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়ে মিরাজ! মুশফিকসহ ৩ পরিবর্তন হতে পারে পাকিস্তানের হার, সেমিফাইনালে বাংলাদেশের পথ এখন পানি মত সহজ সৌদি, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের মুদ্রার আজকের বিনিময় হার আজ ২৪ ফেব্রুয়ারি, দেখেনিন আজকের সকল দেশের টাকার রেট আরো কমে গেল ডলারের বিনিময় রেট এবার এল সৌদি প্রবাসীদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ

বাংলাদেশকে ৭০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এআইআইবি

  • আপডেট সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

বৈদেশিক মুদ্রার সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশকে ৭০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। গত ২৫-২৬ সেপ্টেম্বর উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত হয় এআইআইবি বার্ষিক সভা। সেখানে এআইআইবি প্রেসিডেন্ট এই প্রতিশ্রুতি দেন। এ তথ্য জানিয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক কর্মকর্তা।

সভায় অংশ নেয় ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

‘জলবায়ু পরিবর্তন মোকাবেলা’ এবং ‘প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সহায়তা’ প্রকল্প দুটির মাধ্যমে এই সহায়তা দিতে চায় এআইআইবি। সাধারণ সভার আগে প্রেসিডেন্টের সঙ্গে ইআরডি সচিবের একটি বৈঠক হয়। সেখানে ইআরডি সচিব অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ও অগ্রাধিকার সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

তিনি সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে বৈষম্যমুক্ত ব্যবস্থা গড়ে তোলার কার্যক্রম বর্ণনা করেন।

সভায় এআইআইবি প্রেসিডেন্ট জানান, তার সংস্থা বাংলাদেশকে আরো বেশি উন্নয়ন সহযোগিতা দিতে উন্মুখ হয়ে আছে। বৈঠকে সংস্থাটির কাছে আগে থেকেই প্রস্তাবিত বেশ কয়েকটি প্রকল্পে অর্থায়ন সহযোগিতা চাওয়া হয়।

সভায় এআইআইবির প্রেসিডেন্ট জিন লিকুন ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলা’ প্রকল্পের আওতায় ৩০ কোটি ডলার এবং ‘প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সহায়তা’ প্রকল্পের আওতায় ৪০ কোটিসহ মোট ৭০ কোটি ডলারের বাজেট সহায়তা দেওয়ার কথা নিশ্চিত করেন।

আগামী ডিসেম্বরের মধ্যেই এই দুই প্রকল্পের চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানা গেছে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের চলমান সংকট মোকাবেলায় ৩৫০ কোটি ডলারের ঋণ সহায়তা দেওয়ার কথা জানান। এ ছাড়া উন্নয়নশীল দেশ হওয়ার প্রস্তুতি হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থার (জাইকা) কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে সরকার।

অন্যরা যা পছন্দ করছে
© All rights reserved © 2024 bdnews24us.com