বাংলাদেশ দল ফিরছে, সাকিব কি ফিরবেন?

রিপোর্টার :
  • আপডেট সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২০ সাংবাদটি পড়া হয়েছে

পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। টেস্ট সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে দুভাগে বিভক্ত হয়ে ঢাকায় ফিরবেন শান্ত-তাসকিন-মিরাজরা। প্রশ্ন উঠেছে বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় কি ফিরবেন সাকিব আল হাসান? যদিও হত্যা মামলা মাথায় নিয়ে এ টেস্ট সিরিজ খেলেন তিনি। তবে তার পারফরম্যান্সে ছিল না এর কোনো প্রভাব। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে শান মাসুদের দলকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় টাইগাররা। পরে দ্বিতীয় টেস্টে নাজমুল হোসেন শান্তর দল জয় পায় ৬ উইকেটে।

দ্বিতীয় টেস্টের জয়সূচক রানটি আসে সাকিবের বাউন্ডারি থেকে। এর আগে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ৩ ব্যাটার সাজঘরে ফিরিয়ে প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়ে দিতে বিশেষ ভূমিকা ছিল তার। পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায় দুই বহরে বাংলাদেশে ফিরবেন জাতীয় দলের ক্রিকেটাররা। প্রথম বহর ঢাকায় নামবে বাংলাদেশ সময় রাত ১১টা। আর দ্বিতীয় বহর ফিরবে রাত ২টায়।

আগেই জানা গিয়েছিল পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করে ইংল্যান্ডে যাবেন সাকিব। সেখানে ইংলিশ কাউন্টি লিগে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার। ফলে জাতীয় দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে ঢাকায় ফেরা হচ্ছে না তার। ইংলিশ কাউন্টি ক্লাব সারের হয়ে একটি চার দিনের ম্যাচে অংশ নেবেন সাকিব। এ জন্য এরই মধ্যে বিসিবি থেকে পেয়েছে অনাপত্তিপত্র। আগামী ৫ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত কাউন্টি ক্রিকেটে খেলতে ছাড়পত্র পেয়েছেন তিনি। ৯-১২ সেপ্টেম্বর সামারসেটের বিপক্ষে লড়বে সারে। সেই ম্যাচ শেষ করেই ভারতের বিমান ধরবেন সাকিব। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত সিরিজ। রোহিত-কোহলিদের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট ছাড়াও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা বাংলাদেশের।

এর আগে ইংলিশ কাউন্টিতে খেলেছেন সাকিব। প্রথম বাংলাদেশি হিসেবে ২০০৯-১০ সালে ওস্টারশায়ারের হয়ে ৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন তিনি। এ ছাড়া লেস্টারশায়ারের জার্সিতে ২০১৩ সালে খেলেন ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট। লম্বা বিরতি দিয়ে আবারও ইংলিশ কাউন্টিতে খেলতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আর এ সফর দিয়ে সারতে চান ভারত সফরের প্রস্তুতি। কোনো জটিলতা না থাকলে সারের হয়ে কাউন্টি ম্যাচ খেলার পর ভারতের বিমান ধরবেন তিনি। ১৯ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর ৬ অক্টোবর শুরু হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যরা যা পছন্দ করছে
© All rights reserved © 2024 bdnews24us.com