বিপিএল ফাইনালে মাঠে না নামলেও বিপিএল থেকে বড় পারিশ্রমিক নিয়ে দেশে ফিরেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমি নিশাম। ফরচুন বরিশালের হয়ে ফাইনালে উপস্থিত থাকলেও, দক্ষিণ আফ্রিকা থেকে তাকে শুধু বেঞ্চে বসানোর জন্য আনা হয়। তবুও, নিশাম এখনো ক্রিকেটের মাঠ থেকে বিদায় নেননি, পেশাদার উপস্থাপক হওয়ার চিন্তা তার মনের মধ্যে নেই।
নিশাম কিছুদিন আগে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে খেলেছিলেন এবং সেখানে তার পারফরম্যান্সও ছিল ভালো। তবে বিপিএলের ফাইনালে একাদশে জায়গা হয়নি। ফাইনাল শেষে ম্যালানের সঙ্গে মজা করে নিশাম বলেন, “তোমাদের দল তো ভালোই, ১০ জন নিয়েও ফাইনাল জিততে পারবে!” যদিও তার জন্য ফাইনাল ম্যাচে বেঞ্চে বসে থাকা সুখকর ছিল না, তবুও তাকে দক্ষিণ আফ্রিকা থেকে আনার কারণ ছিল গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে তামিম ইকবাল জানিয়েছেন, “আমাদের বিদেশি স্কোয়াডে পেসার ছিল, যদি কোনো ব্যাটার বা অলরাউন্ডারের কোনো সমস্যা হতো, তাহলে নিশামকে পরিবর্ত হিসেবে নেওয়ার কথা ছিল।”
ফরচুন বরিশাল তাকে ৬০ লাখ টাকা পারিশ্রমিক দিয়েও শুধু বেঞ্চে বসিয়ে রেখেছিল। তবে, তামিমের পক্ষ থেকে কোন আপত্তি নেই। তিনি জানিয়েছেন, “নিশাম যেকোনো দলে খেলার উপযুক্ত। কিন্তু আমাদের কম্বিনেশন ভেঙে দিলে খেলা কঠিন হয়ে পড়তো।”
অবশেষে, তামিমের নেতৃত্বে ফরচুন বরিশাল বিপিএল শিরোপা জয়ী হয়ে ঋণ শোধ করেন, তবে নিশামের প্রতি সহানুভূতির কথাও জানিয়েছেন তামিম।