ভারতের বিপক্ষে সিরিজ জিততে চায় বাংলাদেশ

রিপোর্টার :
  • আপডেট সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৩৪৯ সাংবাদটি পড়া হয়েছে

ভারত সফরের শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। ২ টেস্টের সিরিজে প্রতিপক্ষের কাছে ধবলধোলাই হয়েছেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা। তবে টি-টোয়েন্টি সিরিজে মুদ্রার উল্টো পিঠ দেখাতে চায় বাংলাদেশ।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিততে চায় বাংলাদেশ।

সেটিও সংস্করণের বিশেষ গুণ অনুযায়ী। অর্থাৎ, ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে। আজ গোয়ালিয়রে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘সত্যি বলতে আমরা সিরিজ জিততে চাই।

আগ্রাসী ক্রিকেট খেলতে চাই। গত বিশ্বকাপে আমরা সেমিফাইনাল খেলার খুব ভালো একটা সুযোগ পেয়েছিলাম।’
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বাতিল করার দাবিতে ‘গোয়ালিয়র ধর্মঘট’ ডাক দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা। এতে নিরাপত্তা নিয়ে একটা শঙ্কা দেখা দিয়েছে।

তবে শঙ্কার কথা উড়িয়ে দিয়েছেন শান্ত। তিনি বলেছেন, ‘নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। আমরা ভালো আছি। মাঠে নিরাপদে আসতে পারছি। আশা করছি, খেলাও সুন্দরভাবে হবে।

অন্যদিকে দেশের মাটিতে সাকিব শেষ টেস্ট খেলবেন, এটা শোনার পর শান্ত বলেছেন, ‘অবশ্যই যদি দেশের মাটিতে গিয়ে খেলতে পারেন, বাংলাদেশের প্রত্যেক খেলোয়াড়ের জন্য স্বস্তির ব্যাপার। সাকিব ভাই নেই এটা নতুন ব্যাপার। মিরাজ আছে, আশা করব মিরাজ ভালো শুরু দেবে। সাকিব ভাই এত দিন ছিলেন। এখন সমস্যা বলব না, তবে একাদশ সাজাতে একটু তো অসুবিধা হবে। উনি দুই দিক থেকেই ভালো অবদান রাখতেন। আমরা মিরাজকে দলে নিয়েছি। আশা করব, মিরাজ ওই জায়গা দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যরা যা পছন্দ করছে
© All rights reserved © 2024 bdnews24us.com