ভারত বিরোধী পোস্ট: বাংলাদেশি পর্যটকের ভিসা বাতিল, আটক

রিপোর্টার :
  • আপডেট সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৪ সাংবাদটি পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রামের আলমগীর শেখ (৩৪) ভারত বিরোধী পোস্ট ও মন্তব্যের জেরে ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক হয়েছেন। তার পর্যটন ভিসাও বাতিল করা হয়েছে। সোমবার সকালে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ইউএনবি।

পাটগ্রামের জুম্মাপাড়া এলাকার নুরু শেখের ছেলে আলমগীর শেখ গত ৩ সেপ্টেম্বর পর্যটন ভিসায় ভারতে যান।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ভারতে থাকাকালীন সময়ে আলমগীর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী পোস্ট এবং লাইভ ভিডিওতে ভারত বিরোধী মন্তব্য করেন। এতে ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা তার গতিবিধিতে সন্দেহ করে তাকে শনাক্ত করে।

রোববার সন্ধ্যায় চাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আলমগীরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর ভারতীয় কর্তৃপক্ষ তার ভিসা বাতিল করে বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

আলমগীরের ফেসবুকে দেওয়া পোস্টে তার বিতর্কিত মন্তব্যের প্রমাণ মেলে। আগ্রার তাজমহল থেকে লাইভ ভিডিওতে তিনি বলেন, ‘১৯৭১ সালে ভারত আমাদের অনেক সাহায্য করেছে, পাকিস্তান থেকে আলাদাও করেছে। এখন আমরা বাংলাদেশের মানুষ ভারতকে ভাগ করতে চাই। মণিপুরের জয় হোক। আমি আমার বাংলা ফিরে পেতে চাই। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া হোক।’

আলমগীরের এইসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেয় ভারতীয় কর্তৃপক্ষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যরা যা পছন্দ করছে
© All rights reserved © 2024 bdnews24us.com