নৈশ ক্লাবে স্বল্প বসনা মেয়েদের নৃত্য দেখতে আর মদ্যপান করতে হাজির হয়েছিলেন ৫ বাংলাদেশি। রঙিন পানির নেশায় এবং স্বল্পবসানা সুন্দরীদের মোহময়ী নৃত্যে যখন চুর ঠিক তখনই ওই নৈশ ক্লাবে হাজিরা দিল মালয়েশিয়ার অভিবাসন দফতরের (জেআইএম) কর্মকর্তারা। হাতেনাতে পাকড়াও করেছে ৫ বাংলাদেশি-সহ ৯৩ বিদেশিকে।
ধৃতরা সবাই অবৈধভাবেই বসবাস করছিলেন বলে জানিয়েছেন মালয়েশিয়া অভিবাসন দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি এমবোক তাহা।
মালয়েশিয়ার অভিবাসন দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে মেনজালারা এবং বুকিত বিনতাং-এর দুটি নাইট ক্লাবে অতর্কিতে অভিযান চালানো হয়। ওই অভিযানে মোট ৯৩ জন বিদেশিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৬৩ জন থাইল্যান্ডের নাগরিক। ১০ জন ভিয়েতনামের, ১১ জন চীনা, পাঁচজন বাংলাদেশি এবং দুইজন মিয়ানমারের এবং লাওস ও মঙ্গোলিয়ার একজন করে। ধৃতদের মধ্যে ৭৪ জনই মহিলা। মূলত নাইট ক্লাবগুলিতে বিনোদনের নামে স্বল্প পোশাকে নাচের পাশাপাশি দেহ ব্যবসাতেও তাদের অনেকেই লিপ্ত ছিলেন।
মালয়েশিয়া অভিবাসন দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি এমবোক তাহা জানিয়েছেন, গ্রেফতার হওয়া পাঁচ বাংলাদেশি-সহ বেশিরভাগ বিদেশির পর্যটক হিসেবে ভিসা ছিল। সেই ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে অবৈধভাবেই বসবাস করছিলেন এবং বিনা ওয়ার্ক পারমিটে কাজ করছিলেন। গ্রেফতার সব বিদেশিকে ডকুমেন্টেশন প্রক্রিয়ার জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।