মুখ খুললেন অরুণা বিশ্বাস

রিপোর্টার :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ সাংবাদটি পড়া হয়েছে

হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ নিয়ে তুমুল শোরগোল চলছে সোশ্যাল মিডিয়ায়। গ্রুপটিতে ছিলেন আওয়ামী লীগ সমর্থিত শিল্পীদের অনেকে। গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে। যেটি নিয়ে এখন আলোচনা তুঙ্গে।

হাসপাতালে হামলার পর আন্দোলনকারীদের দমাতে ‘গরম পানি ঢালা’র পরামর্শ দেন অরুণা বিশ্বাস। এটি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন দেওয়ার বিষয়টি গ্রুপে জানান অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সেটি দেখে অরুণা লিখেছিলেন, যারা আন্দোলন করছেন তাদের শরীরে গরম জল দিলেই হবে।

জানা গেছে, বর্তমানে কানাডাতে অবস্থান করছেন অরুণা বিশ্বাস। অরুণা বিশ্বাস গণমাধ্যমকে বলেছেন, ‘সত্যি কথা হলো আমি তখন অসুস্থ ছিলাম। পাঁচ দিন কোনো খবর নিতে পারিনি। ইন্টারনেট যখন বন্ধ ছিল, তখন। ওই সময় যে বাচ্চাদের এতকিছু হয়েছে জানতান না। আসলে আমরা কেউ কিন্তু ছাত্রদের বিপক্ষে ছিলাম না। আমাদের মিডিয়ার লোকজন তাদের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করেছে। আমরা কিন্তু সন্ত্রাসীদের কথা বলেছি। ছাত্রদের কথা না।’

গরম জল ঢালা প্রসঙ্গে অরুণার ভাষ্য, ‘বলা হচ্ছিল, হাসপাতালে আগুন লেগেছে। ওখানে কেউ ঢুকতে পারছে না। আমি বলেছি গরম জল দিলেই হয়। গরম জল তো কামান থেকে দেয়। জলকামান লিখি নাই আর কি। ওখানেই বোধ হয় মিসটেক হয়েছে। কামানে যে গরম জল থাকে সেটার কথা বলেছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যরা যা পছন্দ করছে
© All rights reserved © 2024 bdnews24us.com