নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়েছে নতুন রাজনৈতিক দল। চলতি মাসেই দলটি আত্মপ্রকাশ করতে পারে এবং এর মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণদের একাংশ যুক্ত হবে।
নতুন দলের নেতারা নির্বাচনী এলাকাগুলিতে নিয়মিত সভা-সমাবেশের মাধ্যমে শিক্ষার্থী, তরুণ ও যুবকদের সংগঠিত করার চেষ্টা করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে দেশে সব ধরনের যৌক্তিক সংস্কার সম্পূর্ণ করা প্রয়োজন। তারা এ বিষয়টি নিশ্চিত করতে চান এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসান কালের কণ্ঠকে বলেন, ‘বাংলাদেশে যেসব বিধি-ব্যবস্থার জন্য ফ্যাসিবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে, সেসব বিলোপ করতে হবে এবং সংস্কার কাজ সম্পূর্ণ হলে নির্বাচনে অংশগ্রহণ করা হবে।’
এছাড়া, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সারোয়ার তুষার বলেন, ‘নির্বাচন যখনই হোক, আমরা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। তবে, সংস্কারের আগে নির্বাচন হলে অংশগ্রহণ করব না। আমরা দেখতে চাই সংস্কার কতটুকু হচ্ছে।’
নতুন দলের গঠন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। দলটির নাম, গঠণতন্ত্র, নেতৃত্ব নিয়ে আলোচনা চলছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে দলের প্রধান হিসেবে দেখা যেতে পারে বলে জানানো হয়েছে।
দলের আত্মপ্রকাশের তারিখ এখনো নিশ্চিত না হলেও তৃতীয় বা চতুর্থ সপ্তাহে এর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।