সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেল ও এলজিইডি খুলনার সাবেক নির্বাহী প্রকৌশলী আবুল কালাম মুহাম্মদ আনিছুজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস আর ট্রেডাসের মালিক শেখ শহিদুল ইসলাম বাদী হয়ে খুলনার মহানগর হাকিম মো. তরিকুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন।
আদালত বাদীর আরজি গ্রহণ করে সোনাডাঙ্গা থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। বাদীর আইনজীবী এসএম মাসুদুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৩ এপ্রিল শেখ সোহেল বাদীকে বাড়িতে ডেকে পাঠায়। তিনি শেখ সোহেলের বাড়িতে গেলে কেন প্রকৌশলী আনিছের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়েছে তা জানতে চায়।