শ্রীলঙ্কায় টি-টোয়েন্টিতেও বাংলাদেশের দাপুটে জয়

রিপোর্টার :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৮ সাংবাদটি পড়া হয়েছে

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও দারুণ সূচনা করেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেই তারা স্বাগতিক শ্রীলঙ্কাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে জয় তুলে নেওয়ার পর এবার টি-টোয়েন্টিতেও জয়ের ধারা ধরে রেখেছে রাবেয়া খানদের দল।

কলম্বোর পি সারা ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করার সুযোগ দেয় বাংলাদেশ। লঙ্কান দুই ওপেনার কৌশিনী নুথ্যাঙ্গা ও নেথমি পূর্ণা শুরুটা ভালো করলেও, মাঝের ওভারে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। ৭৩ বলে ৭২ রানের উদ্বোধনী জুটি গড়ার পর মাত্র ৪ রানের ব্যবধানে টপঅর্ডারের চার ব্যাটারকে হারায় তারা। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১১২ রানেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। কৌশিনী নুথ্যাঙ্গা সর্বোচ্চ ৪৩ রান করেন, আর নেথমি পূর্ণার ব্যাট থেকে আসে ২৭ রান। বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ৩ উইকেট তুলে নেন।

জবাবে ১১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশের ইনিংস। সাথি রানী ও শামিমা সুলতানার ৪০ রানের উদ্বোধনী জুটি দলকে মজবুত ভিত এনে দেয়। এরপর সুবহানা মোস্তারি ও মুরশিদা খাতুনের ব্যাটিংয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। শামিমা সুলতানা ৪৮ রানের ইনিংস খেলে দলের সর্বোচ্চ স্কোর করেন, যেখানে ছিল ৫টি চার ও একটি ছক্কা।

আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের তৃতীয় ম্যাচটি হবে ১৫ সেপ্টেম্বর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে, চতুর্থ ম্যাচ ১৭ সেপ্টেম্বর থ্রুস্টান এবং পঞ্চম ও শেষ ম্যাচটি ১৯ সেপ্টেম্বর কল্টসে অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কায় বাংলাদেশের বড় জয় । এদিকে আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এই সিরিজে জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে, যদিও সিরিজটি ‘এ’ দলের নামে আয়োজিত হচ্ছে। জাতীয় দলের নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, অভিজ্ঞ জাহানারা আলম এবং শামীমা সুলতানাদের মতো খেলোয়াড়রাও আছেন এই দলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যরা যা পছন্দ করছে
© All rights reserved © 2024 bdnews24us.com