সপ্তাহে তিন দিন ছুটির সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান

রিপোর্টার :
  • আপডেট সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ সাংবাদটি পড়া হয়েছে

কর্মক্ষেত্রে ছুটি কাটানো এবং নিজেকে সময় দেওয়া মানেই মনকে ফুরফুরে করে তোলা। এতে যেমন নিজের মন ভালো থাকে, ঠিক তেমনি কাজেও চমৎকার অগ্রগতি দেখা যায়। কাজের প্রতি মনোভাব বাড়াতে তাই বিশ্বের বেশ কিছু দেশেই ছুটির সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি উঠে আসে।

সম্প্রতি এ সিদ্ধান্তের দিকেই যাচ্ছে মুসলিমদের পবিত্র দেশ সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদভিত্তিক এআই কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম লুসিডিয়া প্রথমবারের মতো কর্মীদের সপ্তাহে তিন দিন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে।
এ সিদ্ধান্তের ফলে লুসিডিয়ার কর্মীরা এখন থেকে সপ্তাহে চার দিন কাজ করবেন এবং বাকি তিন দিন ছুটি উপভোগ করবেন। এর আগে সৌদিতে সাপ্তাহিক ছুটি ছিল দুই দিন।

লুসিডিয়ার এই ঘোষণা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই আগ্রহের সঙ্গে দেখছেন যে, কর্মীদের উপর এই দীর্ঘ ছুটি কী ধরনের প্রভাব ফেলবে এবং এতে তাদের কাজের মান ও উৎপাদনশীলতা কতটা বাড়বে?
জানা যায়, সংবাদমাধ্যম আল এখবারিয়া এই সিদ্ধান্তকে ‘অভূতপূর্ব নজির’ হিসেবে অভিহিত করেছে। অনেক মানুষ এ নিয়ে আগ্রহের সঙ্গে ফলাফল দেখার জন্য মুখিয়ে আছেন। বিশেষ করে, কর্মীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর এবং অফিসের সামগ্রিক কাজের পরিবেশে কী প্রভাব পড়বে, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

এদিকে সৌদি আরবের মানবসম্পদ বিশেষজ্ঞ ড. খালিল আল থিয়াবি আহ্বান জানিয়েছেন, সৌদির সাপ্তাহিক ছুটি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য করার। তিনি বলেন, যেহেতু জি-২০ জোটের দেশগুলোতে শনি ও রোববার সাপ্তাহিক বন্ধ দেওয়া হয়, যদি তাদের সঙ্গে মিলিয়ে সৌদিতেও এটি করা যায় তাহলে দেশের অর্থনীতির জন্য ভালো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যরা যা পছন্দ করছে
© All rights reserved © 2024 bdnews24us.com