11 1

সালমানকে কোনোদিনও ভুলে যাওয়া সম্ভব নয় : মৌসুমী

প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালিক সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই ইন্ডাস্ট্রিতে ১৯৯৩ সালে অভিষেক হয় নতুন এক জুটির। সেই জুটি ছিল সালমান-মৌসুমী জুটি। প্রথম সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়েই সারা দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন তারা দুজন। এরপর তারা জুটি হয়ে একে একে ‘অন্তরে অন্তরে’,‘ স্নেহ’ ও ‘দেন মোহর’ সিনেমাতে অভিনয় করেন।

তারপর একটি বিশেষ কারণে সালমান শাহ ও মৌসুমী আর কখনো সিনেমাতে অভিনয় করেননি। পরে অনেকেই চেষ্টা করেছিলেন তাদের দু’জনকে নিয়ে সিনেমা নির্মাণ করতে, কিন্তু সম্ভব হয়ে উঠেনি।

তাই আজ বন্ধুর মৃত্যুবার্ষিকীতে ভীষণ আবেগ নিয়ে মৌসুমী বলেন, ‘সালমান আমার এমন বন্ধু ছিল যাকে কোনোদিনই ভুলে যাওয়া সম্ভব নয়। চলার পথে প্রতিটি মুহূর্তেই সালমানকে মিস করি। সালমান বেঁচে থাকলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রিটা আরও সুন্দর হতে পারত। আরও অনেক কিছুই হতে পারত। সালমান যেদিন মারা যায়, তার মৃত্যু সংবাদটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। আমার মনে পড়ে আমি, সানী আর গুলজার ভাই একসঙ্গে তাকে শেষবারের মতো দেখতে গিয়েছিলাম। এমন একজন নায়ককে আমরা অকালে হারিয়ে ফেলেছিলাম বলে ইন্ডাস্ট্রিটা কিন্তু থমকে গিয়েছিল। বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম আমরা সবাই। আজও তার ভক্তরা তাকে খুব মিস করে, বিশেষ করে তার মৃত্যুবার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধা ভালোবাসা নিয়ে সবাই স্মরণ করে। এটা তার অনেক বড় প্রাপ্তি। কারণ মৃত্যুর এত বছর পরেও তাকে সবাই স্মরণ করে পরম ভালোলাগা নিয়ে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top