লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে করে লেবাননের সঙ্গে সিরিয়ার প্রধান সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শনিবার (০৫ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের রাজধানী বৈরুতকে আবারও নিশানা করেছে ইসরায়েল। রাজধানীতে তারা বিমান হামলা চালিয়েছে। ফলে সিরিয়ার সঙ্গে লেবাননের প্রধান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এর আগে ইসরায়েলি বাহিনী রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের এলাকা খালি করার নির্দেশ দেয়। এরপর এ অঞ্চলে হামলা চালিয়েছে তারা।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ সংশ্লিষ্ট একটি ভবনে তারা হামলা চালিয়েছে।
এর আগে আলজাজিরা জানিয়েছে, বিমানবন্দরের খুব কাছাকাছি এলাকায় চৌইফাত অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ এলাকাটি বিমানবন্দরের ঠিক পূর্বে অবস্থিত। ফলে বর্তমানে আন্তর্জাতিক এ বিমানবন্দরে বর্তমাসে সীমিত পরিসরে বিমান ওঠানামা করছে।
কেবল বিমানবন্দর নয়, লেবাননের উত্তরাঞ্চলে একটি শরণার্থী শিবিরেও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি শরণার্থী শিবির হিসেবে পরিচিত আল বেদ্দায়ী ক্যাম্পে এ হামলা চালানো হয়েছে।
এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের সেনারা শুক্রবার বিকালের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলের ওদেইসাহ শহরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছে। এ সময় তাদের সঙ্গে হিজবুল্লাহর সেনাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
গোষ্ঠীটি জানিয়েছে, তাদের ওপর ব্যাপক হারে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ফলে তারা পিছু হঠতে বাধ্য হয়েছে। সংঘর্ষে ইসরায়েলের বেশ কয়েকজন হতাহত হয়েছে।
হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি সেনারা আবার অগ্রসর হওয়ার চেষ্টা করছে এবং হিজবুল্লাহর সঙ্গে তাদের সংঘর্ষ চলছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ সংঘর্ষে নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে হামলার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি।