নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসের জন্য মুসলিম বিশ্বে অপেক্ষার পালা শুরু হয়েছে। সৌদি আরবে ২০২৫ সালের পবিত্র রমজান মাস শুরু হবে ১ মার্চ, শুক্রবার। সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাবে, এবং সেদিন থেকেই সৌদি আরবে রমজান মাসের সূচনা হবে।
শেখ আব্দুল্লাহ আরো জানান, ২০২৫ সালের রমজান মাস ২৯ দিনের হবে, যার ফলে রমজানের শেষ দিন হবে ২৯ মার্চ। অর্থাৎ, সৌদি আরবে ঈদুল ফিতর উৎসব পালন করা হবে ৩০ মার্চ।
বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পরে রমজান মাস শুরু হয়। এ কারণে, বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হবে ২ মার্চ, রোববার। মুসলিম ধর্মাবলম্বীরা এই মাসে সিয়াম পালন, নফল ইবাদত, দান-খয়রাত ও অন্যান্য ধর্মীয় কার্যক্রমে অধিক মনোযোগী হয়ে থাকেন।
রমজান মাসের গুরুত্ব মুসলিম বিশ্বে অপরিসীম, কারণ এটি একদিকে যেমন আত্মবিশুদ্ধি, ধৈর্য এবং ত্যাগের মাস, তেমনি একে অন্যকে সাহায্য করার এবং সমাজে সাম্য প্রতিষ্ঠারও এক মহান সুযোগ। ঈদুল ফিতরের মাধ্যমে মুসলিমরা এই মাসের পরিশ্রমের শেষে আনন্দ উদযাপন করেন।
সবশেষে, সৌদি আরবের চাঁদ দেখা অনুযায়ী রমজান মাসের তারিখ নির্ধারণ হলেও, বাংলাদেশে রমজান মাসের সঠিক তারিখ চূড়ান্ত করার জন্য চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঘোষণা দেওয়া হয়।
নিলয়/