হারের ব্যাখ্যায় যাকে দায়ী করলেন ব্রাজিল অধিনায়ক

রিপোর্টার :
  • আপডেট সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৫ সাংবাদটি পড়া হয়েছে

হ্যাটট্রিক হারের পর এক জয়- এতে কিছুটা স্বস্তি ফেরে ব্রাজিল শিবিরে। তবে পরের ম্যাচে আবারও হার। তাও আবার র‌্যাঙ্কিংয়ের ৪৯ ধাপ পিছিয়ে থাকা প্যারাগুয়ের বিপক্ষে। যাদের দুই মাসেরও কম সময় আগে চার গোল দিয়েছিল সেলেসাওরা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে প্রতিপক্ষের মাঠ থেকে হারের তিক্ত স্বাদ নিয়ে ফিরেছে ব্রাজিল। প্রতিশোধের শিকার হলেন ব্রাজিলিয়ানরা। কোপা আমেরিকায় গ্রুপপর্বের ম্যাচে সেলেসাওদের একমাত্র জয়টি এসেছিল প্যারাগুয়ের বিপক্ষে। তাও ৪-১ গোলের বড় ব্যবধানে।

এবার নিজেদের মাঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে প্রতিশোধ নেয় প্যারাগুয়ে। হারের চেয়ে মাঠে ফুটবলারদের পরিকল্পনাহীন ফুটবল বেশি প্রশ্নবিদ্ধ। তারকা ফুটবলারদের ধার-ছন্দহীন ফুটবলে বিরক্ত সমর্থকরা। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে খেলবে ব্রাজিল, বেশ বড় গলায় বলেছিলেন দলটির কোচ দরিভার জুনিয়র। তবে বর্তমানে বাছাইপর্ব পার হওয়া নিয়েই চিন্তায় সেলেসাওরা।

হারের ব্যাখ্যায় যাকে দায়ী করলেন ব্রাজিল অধিনায়ক একই রাতে ধরাশায়ী চার লাতিন পরাশক্তি এ জন্য আত্মবিশ্বাসের অভাবকে দায়ী করছেন ব্রাজিল অধিনায়ক মার্কিনিওস। হারের ব্যাখ্যায় তিনি বলেন, ‘এই মুহূর্তে আত্মবিশ্বাসটা নেই আমাদের। ম্যাচ জিতে তাই আত্মবিশ্বাস তুলে নিতে হবে। সর্বশেষ ম্যাচে আমরা এটাতেই গুরুত্ব দিয়েছি, কিন্তু আজ (বুধবার সকালে) তা (আত্মবিশ্বাস) তুলে নিতে ব্যর্থ হয়েছি। বাছাইপর্ব কত কঠিন সেটা আমরা জানি।’

প্যারাগুয়ের কাছে এ হারে পয়েন্ট টেবিলে ১ ধাপ অবনমন হয়েছে ব্রাজিলের। চার থেকে নেমে গেছে পাঁচে। আত্মবিশ্বাস ফিরে পেলে মাঠের পারফরম্যান্সেও উন্নতি আসবে বিশ্বাস ব্রাজিলিয়ান এ ডিফেন্ডারের। পিএসজি তারকা বলেন, ‘দল হিসেবে খেলতে হবে আমাদের, একে অপরের সঙ্গে সংহতি বাড়াতে হবে। আমরা যেন একে অপরকে সমর্থন দিই, আমার মতে এভাবেই আত্মবিশ্বাস ফিরে পাওয়া সম্ভব। সেটা ম্যাচ জেতার মাধ্যমে এবং দল হিসেবে ভালোও খেলতে হবে।’

সেপ্টেম্বরে আর কোনো ফিফা উইন্ডো নেই। আবার অক্টোবরের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অংশ নেবে কনমেবলের দলগুলো। এই উইন্ডোতে পয়েন্ট টেবিলে বেশ রদবল হয়েছে। অষ্টম রাউন্ড শেষে কলম্বিয়ার কাছে হারলেও ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে উঠে এসেছে কলম্বিয়া। এরপর যথাক্রমে রয়েছে- উরুগুয়ে (১৫), ইকুয়েডর (১১), ব্রাজিল (১০), ভেনেজুয়েলা (১০), প্যারাগুয়ে (৯), বলিভিয়া (৯), চিলি (৫) ও পেরু (৫)। লাতিন মহাদেশের দশ দল থেকে বিশ্বকাপে সরাসরি খেলবে পয়েন্ট টেবিলে শীর্ষ ছয়টি। আর সপ্তম দলকে খেলতে হবে প্লে অফ ম্যাচ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যরা যা পছন্দ করছে
© All rights reserved © 2024 bdnews24us.com