‘১৫ বছর নিপীড়নের শিকার হয়েছি’

রিপোর্টার :
  • আপডেট সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৯ সাংবাদটি পড়া হয়েছে

এবার শিল্পীদের এমপি-মন্ত্রী হওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন দেশের জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি। তিনি রাজনৈতিক দল বিএনপি’র সমর্থক। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও বিগত সরকারের আমলে সেভাবে তেমন একটা গান গাওয়া কিংবা কোনো কনসার্টে অংশ নিতে পারেননি। অন্যদিকে অনেক শিল্পীই নানা সুবিধা পেয়েছেন। শুধু তাই নয়, হয়েছেন এমপি-মন্ত্রীও। সরকার পতনের পর ফের সরব হয়েছেন ন্যান্‌সি। এ বিষয়ে তিনি বলেন, আমাদের পূর্বের কিছু মানুষ এমপি-মন্ত্রী হওয়ার জন্য নির্লজ্জের মতো ছোটাছুটি করেছে। যোগ্যতা না থাকার পরও তারা নির্বাচন এলে নমিনেশন কিনতে দৌড় দিতো। এমনকি তাদের রাজনৈতিক জ্ঞান-প্রজ্ঞাও ঠিকমতো নেই। তাদের বাসনা একটাই,
এমপি-মন্ত্রী হতেই হবে! তিনি প্রশ্ন রেখে বলেন, শিল্পীদের এত এমপি-মন্ত্রী হওয়ার শখ কেন? কী আছে সেখানে? কতো টাকা বেতন পান এমপিরা? গান অথবা অভিনয় করে কী যথেষ্ট সম্মানী আসে না- যার জন্য এমপি হওয়ার জন্য লোভ করতে হবে? যারা এগুলো করে এদের ধরা উচিত।

আমার মধ্যে এসব চিন্তা একেবারেই নেই। তিনি বলেন, বিএনপি’র সমর্থক হওয়ায় গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের নিপীড়নের শিকার হয়েছি। এমনকি একাধিকবার মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। যারা কথা বলার স্বাধীনতা হরণ করেছে, গুম-খুন করেছে, দুর্নীতি করেছে- তাদের পতন দেশবাসী দেখেছে। আবারো যেন এমন কেউ আর ক্ষমতায় না আসে সেদিকে দৃষ্টি রাখতে জনগণের কাছে অনুরোধ ন্যান্‌সির।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যরা যা পছন্দ করছে
© All rights reserved © 2024 bdnews24us.com