জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
রাশি অনুযায়ী এ বছরের অর্থনৈতিক অবস্থা কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্র-মতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের আর্থিক-বিষয়ে পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) এ বছরের প্রথমেই আর্থিক সাফল্য আসবে। প্রচুর অর্থ রোজগারের মতো ক্ষমতা ও বুদ্ধি থাকবে। অতিরিক্ত খরচের স্বভাবের জন্য কখনও কখনও আর্থিক হতাশা দেখা দিতে পারে। তাই প্রথম থেকেই সাবধান হওয়া প্রয়োজন। আর্থিক উন্নতির সম্ভাবনা থাকলেও বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা অনুশীলন করা দরকার। আর্থিক অসুবিধা যে কোনো সময় দেখা দিতে পারে। নতুন সম্পত্তি কেনার ব্যাপারে সাবধান হওয়া দরকার। ঠগের পাল্লায় পড়তে পারেন। আর্থিক ও ব্যবসায়িক দিক ওঠানামা করবে। বাজেট রক্ষার সম্ভাবনা কম।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) এ বছর অর্থ পাওয়ার জন্য খুব একটা লোভ আপনার থাকবে না। তাও আর্থিক অবস্থা ভালো থাকবে। সৃজনশীল চিন্তাধারা কর্মক্ষেত্রে প্রয়োগ করে অর্থ প্রাপ্তির ভালো সুযোগ সৃষ্টি হতে পারে। বিলাস বহুল সামগ্রী কেনার জন্য কোনো রকম বেগ পেতে হবে না। এছাড়া পৈত্রিক সূত্রে অর্থ আসার কারণে যথাযথভাবে ব্যয় কোনো রকম কষ্টদায়ক হবে না। সৃজনশীল ধারণা কর্মক্ষেত্রের প্রচার প্রসারের সুযোগ এনে দিতে পারে। উচিত হবে সহকর্মীদের ওপর নির্ভর না করে স্বাধীনভাবে প্রকল্পগুলোর কাজ সম্পন্ন করা। স্থায়ী দ্রব্যের ব্যবসা আপনার পক্ষে শুভ হবে। সতর্কতার সাথে ব্যবসা করলে সফল হবেন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) এ বছর দ্রুত উপস্থিত বুদ্ধি বিবেচনা আর্থিক রাশিফলকে আশা ব্যঞ্জক করবে। বছরের দ্বিতীয়ার্ধে পেশার ক্ষেত্রে নানান সুযোগ সুবিধা আসায় অহেতুক দ্বিধাদ্বন্দ্ব ভুলে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুন। এ বছরের শেষার্ধে শেয়ার বাজার থেকে ভালো মুনাফা পেতে পারেন। সঞ্চয় বৃদ্ধি পাওয়াতে এ বছর পুরানো ঋণ শোধ করতে পারেন। ধৈর্য্য ও একাগ্রতার সাথে আয়ের পথকে সুগম করুন। নবীন ব্যবসায়ীরা ঝুঁকি নিয়ে ব্যবসায়ে নামবেন আর কারও কারও বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি হবে। সহজেই কেউ ঋণ নিয়ে ব্যবসা করতে সক্ষম হবেন। আর্থিক ক্ষেত্রে বাধা আসবে যথারীতি তবে তা অতিক্রম করতে পারবেন।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) এ বছর ব্যয় পছন্দ করবেন না তাই আশা করা যায় আর্থিক সচ্ছলতা থাকবে। যদিও আপনি উদার মনা ও কৃপন নন। লোকে তবুও আপনাকে সেটা মনে করে ভুল বুঝবে। আর্থিক ক্ষেত্রে এ বছর জীবনকে নতুন করে গড়ার সুযোগ পাবেন। বিশেষ করে আর্থিক ক্ষেত্রে নব-জাগরনের সৃষ্টি করবে। তাই আয়ের নতুন নতুন উৎসগুলো খোঁজা একান্ত অপরিহার্য্য। ভাবাবেগ কমিয়ে ইচ্ছা শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করুন। আমদানি রপ্তানি ব্যবসায় ভ্রমণের মাধ্যমে এ বছর উন্নতি আশা করা যায়। যারা তরল পদার্থের ব্যবসার সাথে জড়িত তারা ধন সম্পদ উপার্জন করতে পারেন। আর আশাতীত সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। আয় ব্যয়ের হিসাবে স্ত্রীকে সম্পৃক্ত করুন।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) এ বছর হঠাৎ কিছু অর্থ পেয়ে যেতে পারেন। সামাজিক মর্যাদা ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অংশীদার বন্ধু ও আত্মীয়দের থেকে আর্থিক সহায়তা অনেক নতুন নতুন প্রকল্প বিনিয়োগ করতে উৎসাহিত করবে। ফলে সম্পত্তিও আশানরূপ বৃদ্ধি পাবে। ব্যাংক অ্যাকাউন্ট বৃদ্ধি করে সঞ্চয়ের ক্ষেত্র প্রসারিত করতে পারেন। রাগ ও কর্তৃত্ব কমাতে চেষ্টা করুন। অপ্রত্যাশিত ভাবে কোনো বিত্তবান উঁচু মর্যাদার অধিকারী ব্যক্তির সুনজরে পড়ে আর্থিক কাজ কর্মে তার থেকে বহু সুযোগ সুবিধা পাবেন। ভাগ্য এ বছর প্রবল শুভ বলেই অর্থাভাব হবে না। তবে সতর্ক থাকবেন যেন কাজ কমে ভুল না হয়।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) এ বছর আর্থিক অবস্থা খুব ভালো যাবে বলে আশা করা যায়। বছরের শুরুতেই ব্যবসায়ের পরিধি বৃদ্ধি পাওয়াতে শত প্রতিকুলতার মধ্য দিয়ে আয়ের ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। সুচতুর বুদ্ধি ও প্যাঁচ খেলে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে এ বছর বড়লোক হতে পারেন। খারাপ দিকে গেলে একেবারে রসাতলে যেতে আপনার বাধবে না। তবুও অর্থ আপনার চাই-ই। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা ও তীক্ষ্ণ বুদ্ধির জন্য আপনার দুষ্কর্ম চাঁপা দিতে সক্ষম হবেন। আর্থিক সমস্যার সমাধান ও কর্ম বা ব্যবসাস্থলে জটলা নিরসন হবে। অধিক অর্থ যেমন সমাগম হবে অপর দিকে বিনোদন ভ্রমণে অনাকাঙ্ক্ষিত ব্যয় করতে পারেন। আর্থিকভাবে উন্নতি করতে চাইলে সঞ্চয়ী হন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) এ বছর অর্থ প্রচুর আসবে। আবার ব্যয়ের অভ্যাসও স্বভাবগত। ফলে সঞ্চয়ের পরিমাণ উল্লেখযোগ্য হবে না। বছরের প্রথম দিকে আর্থিক সঞ্চয়ের পরিমাণ ক্ষীণ। তবে বছরের শেষদিকে আর্থিক সাফল্যের সর্বোৎকৃষ্ট সময়। কোনো নতুন অর্থনৈতিক চুক্তি চূড়ান্ত হবে। অনেক টাকা পাবেন যা জমিজামায় বিনিয়োগ লাভদায়ক হবে। জনসংযোগ বিভাগে কাজ করার ক্ষেত্রে আপনি উপযোগী। সাফল্য আসবে জনগনের প্রয়োজন এমন বস্তুর মাধ্যমে। বৈদেশিক বাণিজ্যের সফলতা আশার সঞ্চার করবে। ফেলে রাখা জমি কাজে লাগিয়ে আর্থিক ক্ষেত্রে ব্যাপক অবদান রাখতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) এ বছর আর্থিক দিক দিয়ে আপনি খুবই ভাগ্যবান। প্রচুর উপার্জন করবেন। বাড়ি গাড়ি সম্পদ সবই আপনার করায়ত্ত হতে পারে। অর্থ আপনার প্রধান লক্ষ্যবস্তু হতে পারে। এমন কোনো জীবিকায় আপনি আর্থিক সাফল্য লাভ করবেন যেখানে পানি বা গতিশীলতা রয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে যথাযথ পর্যালোচনা করে বিনিয়োগ করতে হবে। নয়তো কষ্টদায়ক হতে পারে। তবে স্বাধীন পেশায় থাকা বুদ্ধিজীবীদের জন্য ভালো লক্ষণ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে যেমন আর্থিক দিক প্রসারতা লাভ করবে তেমনি সুনাম বাড়বে।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) এ বছর অর্থাভাব কখনও সর্বাত্মক সমস্যার সৃষ্টি করবে না। ধৈর্য্যের সাথে কাজ করলে আর্থিক সাফল্য সুনিশ্চিত। এ বছর করা বিনিয়োগ আথির্ক সমৃদ্ধি বা আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। তবে যৌথ বিনিয়োগ ও সন্দেহজনক স্কিমে বিনিয়োগ করবেন না। নানান উৎস থেকে আয় বৃদ্ধি পাওয়াতে কোনো স্থায়ী সম্পত্তি কেনা সম্ভব হতে পারে। হতে পারে সেটা দৃষ্টি নন্দন বাড়ি গাড়ি ইত্যাদি। কোনো সম্পদশালী ব্যক্তির নেপথ্য সহায়তায় নতুন ব্যবসায় গতি লাভ করবে। ফলে আর্থিক ক্ষেত্রে সুদূর প্রসারী অবদান রাখতে সক্ষম হবেন।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনি খুবই উৎসাহী। এ বছরও সেটার ব্যতিক্রম হবে না। নিরলস পরিশ্রম অর্থ আয়ের ক্ষেত্রে কার্পণ্য করবেন না। বছরের দ্বিতীয়ার্ধে আর্থিক সাফল্য আপনার দরজায় করাঘাত করবে। তাই হতাশ হওয়ার মতো কিছুই নেই। স্বাস্থ্য সমস্যার কারণে পারিবারিক ব্যয় আপনাকে চিন্তিত করতে পারে। সময়ে উপযুক্ত খরচ করাটা আপনার স্বভাব। মৌলিক চাহিদা মেটানোর পর যা বাঁচে তা জমিয়ে রাখার চেষ্টা করেন। আকস্মিক অর্থ প্রাপ্তিও মাঝে মাঝে হবে। প্রধানত- উপার্জন সবই নিজের পরিশ্রমের কারণে হবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) এ বছর সঞ্চয়ে ব্রত হওয়া একান্ত প্রয়োজন। কারণ এবার আর্থিক অবস্থা খুবই ভালো। বানের জলে যেভাবে অর্থ আসবে তেমনি ভেসেও যেতে পারে। এই রাশির এমন কিছু লোক দেখা যায়, যারা অর্থের জন্য কোনো নিচু কাজ করতে পিছ পা হয় না। তাই মানসিক নিয়ন্ত্রণ একান্ত প্রয়োজন। আত্মীয় স্বজনের সহযোগিতা আর্থিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে। এ বছর অর্থের অভাবও দেখা দিতে পারে। তাই প্রথম থেকেই ব্যয়ের প্রতি নজর দিন। আবেগের বশীভূত হয়ে বেশি খরচ করে ফেলবেন না।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) এ বছরের প্রথম দিকে নানান উত্থান পতন হলেও বছরের দ্বিতীয়ভাগে আর্থিক উন্নতি যথেষ্ট হবে। অর্থবিত্ত খ্যাতি সবই এ বছর পেতে পারেন। চঞ্চলতা অস্থিরতা পরিহার করে সুপরিকল্পিতভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে আর্থিক স্বপ্ন পূরণ সম্ভব। অধিকাংশই অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন করবেন। বন্ধুবান্ধবদের সাহায্যে আর্থিক ঝঞ্ঝাট সহজ হয়ে যাবে। ভাবাবেগ কমিয়ে ইচ্ছা শক্তিকে কাজে লাগাবার চেষ্টা করুন। হঠাৎ কোনো যোগাযোগে আর্থিক ক্ষেত্রে অনেক দিনের মনের কোনো আশা পূরণ হতে পারে। সম্পত্তি কেনা বেচার ব্যবসায়ে সতর্ক হওয়া দরকার।