২১ টাকা কেজি দরে ভারত থেকে আসছে আলু

রিপোর্টার :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ সাংবাদটি পড়া হয়েছে

দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর দিয়ে আড়াই মাস পর ভারত থেকে আলু আমদানী শুরু হয়েছে। গতকাল বুধবার আলু আমদানী করেছে মেসার্স প্রিয়ম ইন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান।

দিনাজপুর হিলি স্থল বন্দর আমদানী-রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীরা ভারত থেকে আলু আমদানী করেছেন।

তিনি বলেন, ‘গতকাল বুধবার দুপুরে ভারত থেকে রাত ৮ টা পর্যন্ত ৫ টি ট্রাকে ১০৮ মেট্রিক টন আলু আমদানী করা হয়েছে। টন প্রতি আলু ১৮০ মার্কিন ডলারে আমদানী হচ্ছে, যা কেজি দরে ২১ দশমিক ৬ টাকা পড়েছে।’

হিলি স্থলবন্দর আমদানী-রপ্তানী গ্রুপের সহ-সভাপতি শহীদুল ইসলাম শহীদ বলেন, ‘আমদানীকারকরা পাইকারি বাজারে সর্বোচ্চ ২৫ টাকা কেজি দরে আমদানী করা আলু বিক্রি করবেন। খুচরা বাজারে এ আলু পরিবহন খরচসহ ৩০ টাকা থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হলেই খুচরা ব্যবসায়ীদের পুষিয়ে যাবে।

হিলি স্থলবন্দর সিএনএফ এজেন্ট পারভেজ হোসেন বলেন, ‘ভারত সরকার যেহেতু আলুর ক্ষেত্রে শুল্ক কমিয়ে দিয়েছে এবং দেশে আলুর বাজারে উর্দ্ধগতি বর্তমান রয়েছে- এসব বিবেচনায় বাণিজ্য মন্ত্রণালয় ভারত থেকে আলু আমদানী করার অনুমতি দিয়েছে।’

ব্যবসায়ীরা মনে করছেন, বাজারে আমদানী বাড়লে আলুর বাজার দর নিয়ন্ত্রণে থাকবে। তারা জানান, আমদানী করা আলু আজ বৃহস্পতিবার হিলি স্থলবন্দর থেকে বিভিন্ন জেলায় পাইকাররা নিয়ে যাবেন। এসব আলুর বাজার দর গত আড়াই মাস আগে আমদানী করা আলুর দর থেকে অনেক কম হবে।

বর্তমানে আমদানী করা আলুর চাহিদা থাকলে আবারো আলু আমদানী করা হবে।
জানা যায়, সর্বশেষ গত ৮ জুলাই ভারত থেকে আলু আমদানী করা হয়েছিল। বর্তমানে ভারতে আলুর মূল্য কম থাকায় দিনাজপুরসহ দেশের অন্যান্য জেলা থেকে ব্যবসায়ীরা আলু আমদানীর উপর গুরুত্ব দিয়ে আমদানী করতে উৎসাহ দিচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যরা যা পছন্দ করছে
© All rights reserved © 2024 bdnews24us.com