নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, তারা সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ ২৫ জন কর্মকর্তার সেফ ডিপোজিট লকারে অভিযান চালিয়েছিল, তবে সেখানে কিছুই পাওয়া যায়নি। দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জমান জানিয়েছেন, এ ২৫ জনের নামে কোনো লকার পাওয়া যায়নি এবং আরও অনেক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তিনি বলেন, আদালতের অনুমতি নিয়ে পরবর্তী সময়ে আরও অভিযানে আসবে দুদক।
বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নামে তল্লাশি চালানো হয়েছিল, এবং অনেকেই এখনও বাংলাদেশ ব্যাংকে কর্মরত, আবার অনেকেই সাবেক কর্মকর্তা। ২৭২টি সেফ ডিপোজিট লকারের সন্ধান পাওয়া গেছে, তবে সন্দেহ করা হচ্ছে যে কিছু লকারে দুর্নীতি সম্পর্কিত সম্পদ থাকতে পারে।
আগের অভিযানে দুদক সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকারে ৫ কোটি টাকার সম্পদ উদ্ধার করেছিল, যা এখন কেন্দ্রীয় ব্যাংকের জিম্মায় রাখা হয়েছে। এরপর দুদক সন্দেহ করছে আরও কিছু লকারে তল্লাশি চালানো প্রয়োজন হতে পারে।
২ ফেব্রুয়ারি, দুদক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়ে অনুরোধ করেছে যাতে সন্দেহভাজন লকারগুলো খুলতে না পারে। এ কারণে বর্তমানে মতিঝিল শাখার লকার খোলার অনুমতি দেওয়া হচ্ছে না।
কেএইচ/