Ajhari jargis

‘অপারেশন ডেভিল হান্ট’ বিষয়ে মন্তব্য করলেন আজহারি -সারজিস

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তবর্তী সরকার। আজ শনিবার (০৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণা করা হলে তা অনেকের মধ্যে স্বাগত পেয়েছে। জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি তার ফেসবুক পোষ্টে লেখেন, “’অপারেশন ডেভিল হান্ট’ সফল হোক।”

এছাড়া, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “আজ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সারা দেশে শুরু হবে ‘অপারেশন ডেভিল হান্ট।’”

এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে, গাজীপুরে ৭ ফেব্রুয়ারি রাতে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পর আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সন্ত্রাসীদের আইনের আওতায় আনার উদ্দেশ্যে এবং সংশ্লিষ্ট এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই অভিযানটি শনিবার থেকে গাজীপুরসহ সারা দেশে শুরু হবে। ‘অপারেশন ডেভিল হান্ট’ এর বিস্তারিত তথ্য রোববার (০৯ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top