ATAKA 3

আদালতে পলক, গাজিনি লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

নিজস্ব প্রতিবেদক : প্রাক্তন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সম্প্রতি আদালত প্রাঙ্গণে উপস্থিত হন এক নতুন লুকে, যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। তার এই নতুন লুকের সাথে মিলে যায় বলিউড সিনেমা গাজিনি তে আমির খানের লুক। আর এরপর থেকেই ট্রল শুরু হয়েছে নেট দুনিয়ায়।

ভিডিওতে পলককে গাজিনি লুকে ব্যাগ হাতে দেখা গেছে, এবং সেই দৃশ্যটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য আসতে থাকে, যেমন এক ফেসবুক ব্যবহারকারী শাম্মি লিখেছেন, “পলক ভাই আইফোন সেভেনটি প্রো ম্যাক্স হয়ে গেছে,” আর নাফিজ নামের আরেকজন অবাক হয়ে প্রশ্ন করেন, “এরা কুখ্যাত আসামি, এদের হাতে হাতকড়া নেই কেনো?”

এছাড়া, তার আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি আদালতে উপস্থিত সাংবাদিক ও উৎসুক জনতাকে উদ্দেশ্য করে বলছেন, “চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ।” এই বক্তব্যের পর আবারও তাকে নিয়ে নেটিজেনরা হাস্যরসের সৃষ্টি করেন।

এর আগেও পলক তার উদ্ভট মন্তব্যের জন্য ভাইরাল হয়েছেন। আদালতে তিনি একবার বলেছিলেন, “লো কমোডে কাজ হচ্ছে না, হাই কমোড চাই।” এটি নেট দুনিয়ায় হাস্যরসের সৃষ্টি করেছিল, এবং এবারও তার গাজিনি লুক নিয়ে ট্রল চলছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top