t0703

আশাশুনি থানায় নতুন ওসির যোগদান, বিদায়ী ওসিকে সংবর্ধনা

আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামকে বরণ ও বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় নবাগত অফিসার ইনচার্জকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী অফিসার ইনচার্জকে ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনা প্রদানকালে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই শেখ তারিকুল ইসলাম, শ্যামা প্রসাদ, শাহিনুর রহমান, জ্যোতিময় মন্ডল, এএসআই আশিকুর রহমান, জাকির হোসেন, জিয়াউর রহমান, নারী এসআই নাসিমা খাতুনসহ থানার অফিসাররা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নবাগত অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম এর আগে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি যশোর জেলার সদর উপজেলায়। নজরুল ইসলাম নব্য পদায়নকৃত হয়ে আশাশুনি থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন। অপরদিকে, বিদায়ী ওসি বিশ্বজিৎ কুমার আশাশুনি থানা থেকে বদলি হয়ে সাতক্ষীরা সদর সার্কেল অফিসে যোগদান করবেন। নবাগত ওসি আশাশুনিতে কঠোর হস্তে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও জুয়াসহ সকল অপরাধ কঠোরভাবে দমন করা এবং আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ ভূমিকা রাখবেন বলে আশাশুনিতে কর্মরত সাংবাদিকসহ উপজেলাবাসীর প্রত্যাশা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top