images 45

নতুন টাকায় থাকছে না মুজিবের ছবি

বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রিত নোটে আর থাকছে না জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছবি। আগামী এপ্রিলের শেষভাগ বা মে মাসের প্রথমার্ধে নতুন ডিজাইনের এই নোট বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদুল আজহায় এই নতুন নোট বাজারে আসতে পারে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বুধবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বর্তমান গভর্নরের স্বাক্ষরযুক্ত নতুন নোট এপ্রিলের শেষ বা মে মাসের প্রথম দিকে প্রকাশের সম্ভাবনা রয়েছে।

তবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ বাজারে আসবে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট। যেহেতু এই নোটগুলো আগে থেকেই ছাপানো, তাই এগুলোতে গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর ও শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে।

এ প্রসঙ্গে আরিফ হোসেন খান আরও জানান, বাংলাদেশ ব্যাংকের কাছে বিপুল পরিমাণ পূর্বের ছাপানো নোট মজুত রয়েছে। অর্থ অপচয় রোধের লক্ষ্যে নতুন ডিজাইনের নোট এখনই ছাপানো হচ্ছে না, কারণ বিদ্যমান নোট বাতিল করলে বিশাল আর্থিক ক্ষতি হবে।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন ডিজাইনের নোট চালুর সিদ্ধান্ত অনুমোদিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তনের কাজ সরকার চালিয়ে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top