06 1

‘পাকিস্তান ক্রিকেটে এখন নেতৃত্বের সংকট’

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণের সময়ই সাধারণত রোগীকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পাকিস্তান ক্রিকেটের অবস্থাও নাকি এখন তেমনি। এমনটি জানিয়েছেন দলটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।

দুই দিন আগে বাবর আজম দ্বিতীয় মেয়াদের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরেই এমন মন্তব্য করেছেন লতিফ।

তার মতে, পাকিস্তান ক্রিকেটে এখন নেতৃত্বের সংকট চলছে। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘এখন নেতৃত্বের সংকট। পাকিস্তান ক্রিকেট এখন আইসিইউতে। চিকিৎসার জন্য কোনো বিশেষজ্ঞ নেই।

দ্বিতীয় মেয়াদে এক বছরও অধিনায়কত্ব করার সুযোগ পাননি বাবর। তবে নেতৃত্ব ছেড়ে দেওয়াটা একটু দেরিই হয়েছে বলে মনে করেন লতিফ। সাবেক ব্যাটার বলেছেন, ‘পরবর্তীতে তার অধিনায়কত্ব নেওয়া উচিত হবে না। দলের সঙ্গে সেও পারফরম করতে পারেনি।

তার নেতৃত্ব ছেড়ে দেওয়া একটু দেরিই হয়েছে। এতে করে শুধু তাকেই নয়, মূল্য দিতে হয়ে দলকেও।’
বাবর সীমিত ওভারের নেতৃত্ব ছাড়ায় ধারণা করা হচ্ছে এই দায়িত্ব পেতে পারেন মোহাম্মদ রিজওয়ান। তার সঙ্গে আবারও অধিনায়কত্বের আলোচনায় আছেন শাহীন শাহ আফ্রিদি। তবে পাকিস্তান সংবাদমাধ্যম জানাচ্ছে, এদের বাইরে নতুন কাউকে দায়িত্ব দিতে পারে পিসিবি।

এক্সপ্রেস ট্রিবিউন তাদের প্রতিবেদনে জানিয়েছে, সৌদ শাকিল, ফখর জামান ও সালমান আলী আগা পেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top