bd india

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে বাংলাদেশ: ভারতীয় তারকার দাবী

নিজস্ব প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠতে আর মাত্র একদিন বাকি। ক্রিকেট বিশ্বে এখন চলছে নানা হিসাবনিকাশ আর ভবিষ্যদ্বাণীর লড়াই। সাবেক তারকা ক্রিকেটাররা নিজেদের পছন্দের দল বেছে নিচ্ছেন— কেউ ভারতকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন, কেউবা অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন। যেমন, মাইকেল ক্লার্কের মতে, এবারের শিরোপা যাবে ভারতের ঘরে, আর বীরেন্দ্র শেবাগ মনে করছেন, অস্ট্রেলিয়াই হবে চ্যাম্পিয়ন।

তবে বেশিরভাগ ক্রিকেট বিশ্লেষক বাংলাদেশের শিরোপা জয়ের সম্ভাবনা খুব একটা দেখছেন না। বিশ্বকাপজয়ী কিংবদন্তি রিকি পন্টিং মনে করেন, এবারের আসরে বাংলাদেশের চেয়ে আফগানিস্তান ভালো করবে। একই মত দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা এবি ডি ভিলিয়ার্সও। তার মতে, বাংলাদেশ অঘটন ঘটানোর সামর্থ্য রাখলেও বড় মঞ্চে খুব বেশি কিছু করতে পারবে না।

কিন্তু ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেন। ৪৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটার, বর্তমানে যিনি ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে কাজ করছেন, তিনি মনে করেন, বাংলাদেশ শুধু ‘ডার্ক হর্স’ নয়, বরং এবারের আসরের অন্যতম ফেভারিট। ক্রিকবাজের এক আলোচনায় তিনি বলেন, “বাংলাদেশ খুবই বিপজ্জনক দল। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে তারা যেকোনো দলকে চমকে দিতে পারে।”

বীরেন্দ্র শেবাগ, পার্থিব প্যাটেল, মাইকেল ভন ও দীনেশ কার্তিক যেখানে আফগানিস্তানকে ‘ডার্ক হর্স’ বলছেন, সেখানে মুরালি কার্তিক বাংলাদেশকেই সম্ভাব্য শিরোপাজয়ী দল হিসেবে দেখছেন। তার বিশ্বাস, সেমিফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। আর চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে তিনি শুধুই ভারত ও বাংলাদেশের নাম রেখেছেন।

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হবে ভারতের বিপক্ষে দুবাইতে। এরপর দল পাকিস্তানে গিয়ে লড়বে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ কি পারবে সবাইকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন হতে? সেটাই এখন দেখার বিষয়!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top