06 2

ভারতে পাচারের সময় ২২ লাখ টাকার ইলিশ জব্দ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি।

শনিবার (২১ সেপ্টেম্বর) দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় সিলেট ৪৮ বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে ইলিশ মাছ জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ইলিশের এই চালানটি জব্দ করা হয়। জব্দ ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর ভারতে পাচার করার সময় সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলা বাজার ক্যাম্প সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় মাছগুলো জব্দ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top