16 11

ভারতে মহানবি (সা.)-কে কটূক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

ভারতে মহানবি হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বৈষম্যবিরোধী কওমি ছাত্র ঐক্যপরিষদ ও বাংলাদেশ খেলাফত মজলিস।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে রাজধানীর শান্তিনগর মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় যাত্রা বিন্দুতে এসে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, নবি (সা.)-এর অপমান মেনে নেব না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেপ্তার করতে হবে। আজ আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটূক্তির প্রতিবাদ করবে।

সরকারের কাছে দাবি জানিয়ে তারা আরও বলেন, আপনারা ক্ষমতায় আছেন, অথচ এখনও রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করেননি। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top