25

মৃত্যুপথযাত্রী বন্ধুকে দেওয়া যে কথা রাখেননি শাহরুখ খান!

বলিউড মেগাস্টার শাহরুখ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন ভারতীয় সুরকার আদেশ শ্রীবাস্তবের স্ত্রী বিজয়া পণ্ডিত। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে শাহরুখ কথা রাখেননি বলে মন্তব্য করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, বিজয়ার স্বামী প্রয়াত সুরকার আদেশ ছিলেন শাহরুখের ভালো বন্ধু। ২০১৫ সালে যখন আদেশ মারা যান তখন মৃত্যুশয্যায় বন্ধুকে দেখতে এসেছিলেন অভিনেতা।

তখন বন্ধুর কাছে মৃত্যুপথযাত্রী আদেশ অনুরোধ করেন তার ছেলেটাকে দেখে রাখার। বন্ধুর অনুরোধে শাহরুখও কথা দেন, তাদের ছেলেকে দেখে রাখার, ক্যারিয়ারের দায়িত্ব নেয়ার। এ কারণে বিজয়াকে ব্যক্তিগত একটি মোবাইল নাম্বারও দিয়ে আসেন শাহরুখ।

পুরানো সেই দিনের কথা মনে করে বিজয়া বলেন, শাহরুখের দেয়া সে ফোন নাম্বারে ফোন করে কখনও তাকে পাওয়া যায়নি। কথা রাখেননি তিনি।
সাক্ষাৎকারেই বিজয়া বলেন, আমার আর আদেশের ছেলে অভিতেশ বিদেশ তেকে পড়াশুনা শেষ করে এসেছে। কিন্তু বলিউডে কাজ পাচ্ছে না। অভিতেশ তার বাবার মতো সুরকার হতে চায়।

এসময় ক্ষোভ প্রকাশ করে বিজয়া বলেন, আমি এখন আর উপার্জন করি না। ছেলেই একমাত্র রোজগেরে। ওর জন্যই সাহায্য চাইছি। আমি শাহরুখকে বলতে চাই, ‘আদেশ তোমার ভালো বন্ধু ছিলেন, এই সময় তোমার সাহায্যের প্রয়োজন।’

বিজয়া আরও বলেন, ‘অভিনেতা শাহরুখের সাফল্যে ভরা জীবনে বড় অবদান রয়েছে আমার দুই দাদা যতীন ও ললিতের। সেই দিকটি বিবেচনা করার অনুরোধ করবো শাহরুখকে। আমার ছেলে অভিতেশ ভালো অভিনেতাও। শাহরুখ যদি তার প্রযোজনা সংস্থা রেজ চিলিজ এন্টারটেনমেন্টে কাজের সুযোগ করে দেয় তাহলে চির কৃতজ্ঞ থাকবো।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top