m13

সাভারে চাঁদাবাজির অভিযোগে ভুয়া সমন্বয়ক গ্রেপ্তার

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মামলায় ফাঁসানোর হুমকি ও চাঁদাবাজির অভিযোগে মো. আজিজ (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ সেপ্টেম্বর) রাতে আশুলিয়া থানায় বাদী হয়ে প্রতারক আজিজের বিরুদ্ধে মামলা দায়ের করেন আশুলিয়ার শ্রীপুর এলাকার ব্যবসায়ী মানিক মিয়া। এর আগে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত আজিজ (২৭) আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের মধুপুর তালটেকী এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।

আরও জানা যায়, বাসায় কোনো কিছু না পেয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং চার দিনের সময় বেধে দেয় আজিজ। এই সময়ের মধ্যে টাকা প্রদান না করলে ভুক্তভোগীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় আসামি করা হবে বলে হুমকি দেয়। পরে কোনো উপায় না পেয়ে বিষয়টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের জানান ওই ব্যবসায়ী। এ ঘটনায় রোববার রাতেই অভিযুক্ত আজিজকে ডেকে নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে প্রতারণার বিষয়টি প্রমাণ হলে আজিজকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। মামলার বাদী ভুক্তভোগী মানিক মিয়া বলেন, আমাকে হত্যা মামলায় ফাঁসানোর জন্য আজিজ নিজেকে ছাত্র সমন্বয়ক পরিচয়ে হুমকি দিয়েছে। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাকে ডাকা হলে তার প্রতারণার বিষয়টি শিক্ষার্থীদের সামনে প্রমাণিত হয়। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, প্রতারণার অভিযোগে আটককৃতের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top