14 8

হু হু করে বাড়ছে স্বর্ণের দাম

সংযুক্ত আরব আমিরাতে প্রতিনিয়ত লাগামহীনভাবে বেড়েই চলেছে স্বর্ণের দাম। চড়া মূল্যের কারণে দেশটিতে ক্রেতার সংখ্যা কমতে শুরু করেছে। বছরের যে সময় রমরমা ব্যবসা হওয়ার কথা ক্রেতা সংকটে এখন দুশচিন্তায় ব্যবসায়ীরা।

দাম আর গুণগত মানের কারণে স্বর্ণ-গহনা কিনতে অনেকের কাছেই পছন্দের নাম আরব আমিরাত। দেশটির অভিজাত শহরগুলোতে বেড়াতে গিয়েও স্বর্ণ কেনেন সৌখিন পর্যটকদের কেউ কেউ। তাই বছরজুড়ে ভিড় লেগে থাকে দোকানগুলোতে।

তবে হঠাৎই দাম বেড়ে যাওয়ায় কমেছে ক্রেতার আনাগোনা। বাদ দিয়েছেন প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনার চিন্তা।

দুবাইয়ের স্বর্ণের বাজারে ২৪ ক্যারেট স্বর্ণের দাম সর্বোচ্চ দিরহামে ৩১৮.৫০ পয়সা বা টাকায় প্রায় ১০ হাজার ৫০০ টাকা বেশি মূল্যে কিনতে হচ্ছে। আগস্ট মাসে ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিলো ২৯৭.৫০ দিরহাম, আর সেপ্টেম্বর এ দাম বেড়ে দাড়ায় ৩১৮.৫০ দিরহাম। ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিলো ২৭২.৭৫ দিরহাম আর বর্তমানে দাম বেড়ে দাড়ায় ২৯৪.৭৫ দিরহাম। একই ভাবে বেড়েছে ২১ এবং ১৮ ক্যারেটের দামও।

প্রবাসী ব্যবসায়ীদের দাবি, অস্বাভাবিক দামে আমিরাতের দোকানগুলোতে অন্তত ২০ শতাংশ কমেছে বেচা-বিক্রি।

দুবাইয়ে স্বর্ণ ব্যবসায় যুক্ত তিনশোরও বেশি বাংলাদেশি প্রতিষ্ঠান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top