3 1

হ্যাটট্রিকের মেসি–সুয়ারেজদের যে তালিকায় ওপরে রোনালদো

চলতি মৌসুমে আল নাসরের হয়ে দারুণ ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ মৌসুমে এখন পর্যন্ত ৪১ ম্যাচে ৪২ গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। এই গোলগুলো করার পথে রোনালদো হ্যাটট্রিক করেছেন ৪টি। সব মিলিয়ে সৌদি আরবের এই ক্লাবের হয়ে রোনালদোর হ্যাটট্রিকের সংখ্যা ৬। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে সাম্প্রতিক সময়ে রোনালদো কতটা অপ্রতিরোধ্য।

শুধু আল নাসরের হয়েই নয়, এই শতকের পুরোটাজুড়ে হ্যাটট্রিকে দাপট দেখিয়েছেন রোনালদো। দেশ ও ক্লাব মিলিয়ে ক্যারিয়ারে এখন পর্যন্ত রোনালদোর হ্যাটট্রিক ৬৬টি। যেখানে ক্লাবের হয়েই রোনালদোর হ্যাটট্রিক ৫৬টি। আর শীর্ষ ১০ লিগ বিবেচনা করলে ট্রান্সফারমার্কেটের হিসাবে রোনালদোর হ্যাটট্রিক ৯৪৯ ম্যাচে ৫০টি, যা এই শতকে সর্বোচ্চ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top