SAYED

১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে স্মরণ করতে প্রতিবছর ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এ ঘোষণা দেন।

শওকাত আলী বলেন, “এ বছর থেকে ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস হিসেবে পালিত হবে এবং জাতীয় পর্যায়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই দিবসটি পালনের আহ্বান জানাচ্ছি।” তিনি জানান, এই দিনে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে, তবে প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরো জানান, “এছাড়া, প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে শহীদ আবু সাঈদের নামে সাত দিনব্যাপী একটি বইমেলা আয়োজন করা হবে, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে পরিচালিত হবে।”

গত বছর ১৬ জুলাই রংপুরের খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে আসলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে এবং পুলিশ গুলি ও রাবার বুলেট ছোড়ে। এই হামলায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন।

অ খোকন/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top