অতিরিক্ত সিম বন্ধে নতুন নিয়ম: ১ আগস্ট থেকে শুরু
বন্ধু, জানো কি? এবার থেকে একটি জাতীয় পরিচয়পত্রের (NID) বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম (SIM) ব্যবহার করা যাবে। যাদের ১০টির বেশি সিম আছে, তাদের অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেওয়া হবে। এই সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি (BTRC), আর ডাক ও টেলিযোগাযোগ বিভাগও অনুমোদন দিয়েছে।
কেন এই সিদ্ধান্ত?
দেশে সিম ব্যবহারে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেকেই একাধিক সিম ব্যবহার করেন, যার ফলে অপরাধ বা জালিয়াতির ঝুঁকি বাড়ে। তাই এবার থেকে ১০টির বেশি সিম থাকলে, বাড়তি সিমগুলো বন্ধ হয়ে যাবে।
কীভাবে হবে এই প্রক্রিয়া?
- ১ আগস্ট ২০২৫ থেকে শুরু হচ্ছে সিম বন্ধের প্রক্রিয়া।
- গ্রাহকদের ৩ মাস সময় দেওয়া হবে, যাতে নিজেরা ১০টির বেশি সিম থাকলে তা বাতিল করতে পারেন।
- এরপর বিটিআরসি বাড়তি সিমগুলো বন্ধের উদ্যোগ নেবে। পুরো প্রক্রিয়া শেষ হতে ৫-৬ মাস সময় লাগবে।
কতজন গ্রাহক প্রভাবিত হবেন?
বিটিআরসির তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত প্রকৃত সিম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০% ব্যবহারকারীর নামে ৫টি বা তার কম সিম রয়েছে। ৬ থেকে ১০টি সিম রয়েছে ১৬% ব্যবহারকারীর কাছে। আর ১১ থেকে ১৫টি সিম ব্যবহারকারী মাত্র ৩.৫%। নতুন নিয়মে প্রায় ২৬ লাখ ব্যবহারকারীর ৬৭ লাখ সিম বন্ধ হয়ে যাবে।
কীভাবে জানবেন আপনার নামে কতটি সিম?
খুব সহজ! *১৬০০১# ডায়াল করলেই জানতে পারবেন, আপনার NID-র বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে। যদি ১০টির বেশি সিম থাকে, তাহলে ‘ট্রান্সফার অব ওনারশিপ’ করে অন্যের নামে নিতে পারবেন।
অপারেটরদের করণীয়
- অতিরিক্ত সিমধারীদের তালিকা তৈরি হবে।
- প্রতি সপ্তাহে এসএমএস দিয়ে সিম কমানোর অনুরোধ জানাবে অপারেটররা।
- ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে প্রচার চালাবে।
বন্ধু, সময় থাকতে নিজের সিম চেক করে নাও। প্রয়োজন ছাড়া বাড়তি সিম রাখার ঝামেলা থেকে মুক্ত থাকো।
বাংলাদেশ নিউজ২৪ এর মতামত: এই নতুন নিয়ম নিয়ে তোমার কী মত? বাড়তি সিম ব্যবহারের অভিজ্ঞতা বা পরামর্শ থাকলে নিচে কমেন্টে জানাও—তোমার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ!
Bangladesh to deactivate extra SIM cards beyond 10 per NID from August 1, 2025. Users get 3 months to comply before BTRC enforces the rule.


