সীমান্ত হত্যা বন্ধে ভারতকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান

রিপোর্টার :
  • আপডেট সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ সাংবাদটি পড়া হয়েছে

সীমান্ত হত্যা বন্ধে ভারতকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। ভারত সীমান্তে বার বার বাংলাদেশি নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সীমান্ত হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে শেখ বাবলু বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। কিন্তু ভারত যা করছে তা বন্ধুসুলভ নয়, বরং প্রভূসুলভ। ভারত অন্যায়ভাবে বাংলাদেশের সীমান্তে নিরপরাধ ও নিরস্ত্র মানুষকে হত্যা করবে- তা এ দেশের জনগণ মেনে নিবে না।

ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বাংলাদেশ শান্তি প্রিয়, আপনার উদ্বেগের কারণ নেই। আপনি অবিলম্বে আপনার সীমান্ত রক্ষীদের নির্দেশ দিন- তারা যেন নিরীহ বাংলাদেশিদের উপর গুলি না করে সীমান্তে নিজ দেশের অপরাধীদের দমন করে। আমরা আশা করব, দুই দেশের বন্ধুত্ব ও সম্পর্কের বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করে ভারত অনতিবিলম্বে সীমান্তে হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।’

ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হীরা, হাবিবুর রহমান হাবিব, প্রয়াত মওলানা ভাসানীর একান্ত অনুসারী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম, কাজী মো. নজরুল, সরফরাজ হোসেন, শাহাদাত হোসেন, নারীনেত্রী সনিয়া আক্তার প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যরা যা পছন্দ করছে
© All rights reserved © 2024 bdnews24us.com