স্বাস্থ্য খাতের মানোন্নয়নে বিশেষজ্ঞ কমিটির সদস্য হলেন ডা. শামীম

রিপোর্টার :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ সাংবাদটি পড়া হয়েছে

দেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার, চিকিৎসাসেবার গুণগত মানোন্নয়ন এবং কাঠামো শক্তিশালীকরণের লক্ষ্যে ১২ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফয়েজকে সভাপতি ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ শাফি মজুমদারকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশে এস্থেটিক ডার্মাটোলজির পাইওনিয়ার, এস্থেটিক ডার্মাটোলজি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট, সার্ক অ্যাসোসিয়েশন অব এস্থেটিক ডার্মাটোলজির ভাইস প্রেসিডেন্ট, বাংলাডার্মার সেক্রেটারি জেনারেল, ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি এবং এমএইচ শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। এক প্রতিক্রিয়ায় ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্যখাতকে রুগণ দশায় রেখে গেছে। আশা করি যে কমিটিতে আমাকে সদস্য হিসেবে রাখা হয়েছে দেশের স্বাস্থ্য খাতের সংস্কার ও গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখব।

এ ছাড়া কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. আজাদ খান, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. সায়েদুর রহমান, আইইডিসিআর’র সাবেক পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান, সিনিয়র প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফেরদৌসি বেগম ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক ডা. ফিরোজ কাদের, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. সানিয়া তাহমিনা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিক বিভাগের অধ্যাপক ডা. শাকিল আহমদ ও সিআইপিআরবি’র ডা. ফজলুর রহমান, বিএসএমইউ’র মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা. এম এ জলিল চৌধুরী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যরা যা পছন্দ করছে
© All rights reserved © 2024 bdnews24us.com